নিজের টুইটার হ্যান্ডেলে ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করায় দামি চাকরি হারালেন একটি বেসরকারি বিমান সংস্থার পাইলট। তাঁর অপরাধ, তিনি প্রধানমন্ত্রীকে নির্বোধ বলেছেন। এর জন্য খোয়ালেন চাকরিটি।
এনডিটিভির খবরে বলা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে বিদ্রূপাত্মক মন্তব্যের জেরে চাকরি গেছে বিমান সংস্থা গো এয়ারের পাইলট মিকি মালিকের।
টুইটারে মন্তব্য করে ভুল বুঝতে পেরে মুছেও ফেলেন ওই পোস্ট। নিজের এ কাজের জন্য ক্ষমাও চান তিনি। তবে শেষ রক্ষা হয়নি। তাঁকে চাকরি থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় গো এয়ার।
গত বৃহস্পতিবার গো এয়ারের জ্যেষ্ঠ পাইলট মিকি মালিক নিজের টুইটারে লেখেন, ‘প্রধানমন্ত্রী নির্বোধ। আপনারা বলতে পারেন আমি নির্বোধ। কিন্তু আমি তো প্রধানমন্ত্রী নই।’ পোস্টটি নিয়ে নানা আলোচনা শুরু হয়। নিজের ভুল বুঝতে পেরে টুইট সরিয়ে নিয়ে মিকি মালিক লেখেন, ‘আমি প্রধানমন্ত্রীকে নিয়ে টুইট করার জন্য ক্ষমাপ্রার্থী। এই টুইটের মতটি একান্তই আমার ব্যক্তিগত। এর সঙ্গে গো এয়ারের কোনো সম্পর্ক নেই। যদি কাউকে আহত করে থাকি, তবে দুঃখিত।’
কিন্তু মিকির কোনো কথা শুনতে চায়নি গো এয়ার। কর্তৃপক্ষ গত শনিবারই ওই কর্মীকে চাকরি থেকে সরিয়ে দেওয়ার নোটিশ ধরিয়ে দেয়।