ঢাকা | শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ |
২১ °সে
|
বাংলা কনভার্টার
walton

সারফেস ল্যাপটপ : কিঞ্চিৎ কিন্তুর পরও দুর্দান্ত, দামটাও ভালো

সারফেস ল্যাপটপ : কিঞ্চিৎ কিন্তুর পরও দুর্দান্ত, দামটাও ভালো
সারফেস ল্যাপটপ

সারফেস প্রো ট্যাব ও সারফেস বুক ল্যাপটপ হাইব্রিডের পর সবাই অপেক্ষায় ছিলেন, কবে মাইক্রোসফট ল্যাপটপ বানাবে। অবশেষে প্রচলিত ল্যাপটপ বাজারে এনেছে টেক জায়ান্টটি, অবশ্যই নিজস্ব ডিজাইনে।

চলুন দেখা যাক আর দশটি ল্যাপটপের চেয়ে কেন সারফেস ল্যাপটপ আলাদা।

এক নজরে মাইক্রোসফট সারফেস ল্যাপটপ

  • ইন্টেল ৭ম প্রজন্মের প্রসেসর, কোর আই৫ অথবা কোর আই৭। দুটোই ডুয়াল কোর, হাইপারথ্রেডিং করা।
  • ৪, ৮ অথবা ১৬ গিগাবাইট ডিডিআর৪ র‌্যাম
  • ১২৮ থেকে ৫১২ গিগাবাইট পর্যন্ত এনভিএমই প্রযুক্তির এসএসডি
  • ইন্টেল এইচডি ৬২০ অথবা এইচডি ৬৪০ গ্রাফিক্স
  • আইপিএস এলসিডি ডিসপ্লে, ১৩ দশমিক ৫ ইঞ্চি, ৩:২ অনুপাতের ২২৫৬ x ১৫০৪ পিক্সেল রেজুলেশন
  • ফুল টাচ স্ক্রিন, সারফেস পেন ব্যবহারের সুবিধা
  • ইউএসবি ৩ পোর্ট, মিনি ডিসপ্লে পোর্ট, সারফেস কানেক্ট পোর্ট, হেডফোন জ্যাক
  • ওয়েবক্যাম, উইন্ডোজ হ্যালো ফেইস রিকগনিশন ক্যামেরা
  • ডুয়ালব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ ৪
  • ব্যাকলাইট সমৃদ্ধ কিবোর্ড, প্রিসিশন টাচপ্যাড
  • কাপড়ে মোড়ানো কিবোর্ড
  • ১৪ ঘণ্টার ওপর ভিডিও চালানোর মত ব্যাটারি লাইফ
  • উইন্ডোজ ১০ এস অপারেটিং সিস্টেম
  • মাত্র এক দশমিক ২ কেজি ওজন
সারফেস ল্যাপটপ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend