ঢাকা | শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ |
১৮ °সে
|
বাংলা কনভার্টার
walton

এমআই নোটবুক প্রো : তৈরির মান ও পারফরমেন্সে দারুণ তবুও ম্যাকবুকের ছায়া

এমআই নোটবুক প্রো : তৈরির মান ও পারফরমেন্সে দারুণ তবুও ম্যাকবুকের ছায়া
এমআই নোটবুক প্রো

ফোনের পর ল্যাপটপ বাজারেও সাড়া ফেলেছে শাওমি। জনপ্রিয় চীনা কোম্পানিটি স্মার্টফোনের মতো মুন্সিয়ানা দেখাতে চায় ল্যাপটপেও।

যদিও তাদের প্রথম ল্যাপটপ এমআই নোটবুক এয়ার তেমন শক্তিশালী ছিল না। নতুন নোটবুক প্রোতে তা কাটিয়ে উঠতে পেশাজীবীদের জন্য দেওয়া হয়েছে যথেষ্ট শক্তিশালী স্পেসিফিকেশন।

তবে শাওমি মানেই সাধ্যের মধ্যে, তা হয়ত এক্ষেত্রে প্রযোজ্য নয়। চলুন দেখা যাক ৯৪,৯০০ টাকায় চীনা অ্যাপল খ্যাত ব্র্যান্ডটি কি দিচ্ছে। ল্যাপটপে নতুনত্ব রয়েছে, নাকি অ্যাপলের ছায়া রয়ে গেছে গেছে এ ডিভাইসের বেলাতেও।

এক নজরে এমআই নোটবুক প্রো

  • অ্যালুমিনিয়াম বডি
  • ফুল এইচডি, ১৯২০ x ১০৮০পি রেজুলেশনের ১৫ দশমিক ৬ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে
  • ইন্টেল কোর আই৭, ৮ম প্রজন্মের প্রসেসর
  • ১৬ গিগাবাইট, ২৪০০ মেগাহার্জ ডিডিআর৪ র‌্যাম
  • এনভিডিয়া এমএক্স১৫০, ২ গিগাবাইট জিডিডিআর৫ জিপিউ
  • ২৫৬ গিগাবাইট এনভিএমই এসএসডি (আরেকটি স্লট আছে)
  • ২টি ইউএসবি ৩.১ জেন ১ পোর্ট, ২টি ইউএসবি ৩.১ জেন ২ পোর্ট (টাইপ সি), ১টি এইচডিএমআই পোর্ট, হেডফোন জ্যাক, এসডি কার্ড রিডার
  • ডুয়াল ব্যান্ড ওয়াইফাই ও ব্লুটুথ
  • ফিংগারপ্রিন্ট রিডার
  • ৭২০পি ওয়েবক্যাম
  • ১০ ঘন্টা ব্যাটারি লাইফ
  • ব্যাটারি খোলা যাবে না
  • ১ দশমিক ৯৫ কেজি ওজন

ডিজাইন

ডিজাইনে ম্যাকবুকের সঙ্গে মিল প্রচুর। পেছনে অ্যাপল লোগো বসিয়ে দিলে অনেকেই একে মার্কিন ব্র্যান্ডটির তৈরি ডিভাইস বলে ভুল করবেন। অ্যাপলের মতো অবশ্য পোর্ট কমানোতে বিশ্বাসী নয় শাওমি। তাই ডিভাইসের চারপাশেই আছে সবগুলো প্রয়োজনীয় পোর্ট।

অ্যালুমিনিয়াম বডির ল্যাপটপটির তৈরির মান খুবই ভালো। বডির প্রায় কোথাওই শাওমির কোনও ব্র্যান্ডিং নেই।

এতে ব্যবহার করা হয়েছে চিকলেট ঘরানার ব্যাকলাইটসহ কিবোর্ড। সুইচগুলো অন্যান্য ল্যাপটপের মতো গভীরে নেমে যায়, ম্যাকবুকের মতো ভেসে থাকা সুইচ নয়। ট্র্যাকপ্যাড দেওয়া হয়েছে বড়সড়, তার মধ্যেই আছে ফিংগারপ্রিন্ট সেন্সর।

টাইপিং বা স্ক্রলিং, দুটি কাজই যাতে আরামে করা যায় সেভাবেই তৈরি করা হয়েছে। ট্র্যাকপ্যাড নতুন ম্যাকবুকের মতো এত বড় নয়।

এমআই নোটবুক প্রো
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend