ল্যাপটপ ও ট্যাবের মাঝামাঝি ভাঁজ করার মতো ল্যাপটপ বাজারে এনে সাড়া ফেলে নির্মাতা লেনোভো। এবার তেমনই ডিভাইসে গেইমিং জিপিউ যুক্ত করে ‘গেইমিং হাইব্রিড’ তৈরি করেছে আরেক জনপ্রিয় নির্মাতা এসার।
দেখা যাক, তারা গেইমিং ল্যাপটপকে হালকা ট্যাবে পরিণত করতে সক্ষম হয়েছে কিনা।
এক নজরে এসার নাইট্রো ৫ স্পিন
ডিজাইন
সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের তৈরি ল্যাপটপটি গেইমিং ল্যাপটপের তুলনায় খুবই পাতলা। কালো বডির মাঝে অল্প কিছু লাল অ্যাসেন্ট থাকায় ডিজাইনে কিছুটা গেইমিং ভাব বাদ পড়েনি। কিবোর্ডেও লাল ব্যাকলাইট ব্যবহার করা হয়েছে।
পুরোপুরি ভাঁজ করে ট্যাব হিসেবে ব্যবহারের সময় ল্যাপটপটি ধরতেও সমস্যা হবে না।