ঢাকা | শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ |
২০ °সে
|
বাংলা কনভার্টার
walton

এসার নাইট্রো৫ স্পিন : বাজেটের মধ্যে গেইমিং টু-ইন-ওয়ান

এসার নাইট্রো৫ স্পিন : বাজেটের মধ্যে গেইমিং টু-ইন-ওয়ান
এসার নাইট্রো৫

ল্যাপটপ ও ট্যাবের মাঝামাঝি ভাঁজ করার মতো ল্যাপটপ বাজারে এনে সাড়া ফেলে নির্মাতা লেনোভো। এবার তেমনই ডিভাইসে গেইমিং জিপিউ যুক্ত করে ‘গেইমিং হাইব্রিড’ তৈরি করেছে আরেক জনপ্রিয় নির্মাতা এসার।

দেখা যাক, তারা গেইমিং ল্যাপটপকে হালকা ট্যাবে পরিণত করতে সক্ষম হয়েছে কিনা।

এক নজরে এসার নাইট্রো ৫ স্পিন

  • ৮ম প্রজন্মের ইন্টেল কোর আই৫ প্রসেসর, কোয়াড কোর ২ গিগাহার্জ
  • ৮ গিগাবাইট ডিডিআর৪ র‌্যাম
  • এনভিডিয়া জিটিএক্স ১০৫০, ২ গিগাবাইট জিডিডিআর৫ ভির‌্যাম সমৃদ্ধ জিপিইউ
  • ১৫ দশমিক ৬ ইঞ্চি, ১৯২০ x ১০৮০ পিক্সেল রেজুলেশনের ফুল এইচডি টাচ স্ক্রিন
  • ২৫৬ গিগাবাইট এসএসডি
  • ডুয়াল ব্যান্ড ওয়াইফাই, ব্ল‌ুটুথ, ওয়েবক্যাম
  • চিকলেট কিবোর্ড, টাচপ্যাড
  • ইউএসবি ৩, ইউএসবি টাইপ সি পোর্ট (থান্ডারবোল্ট ৩ নেই), এইচডিএমআই, হেডফোন জ্যাক
  • ৪ ঘন্টা ব্যাক আপ দেওয়ার মতো ব্যাটারি
  • উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম

ডিজাইন

সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের তৈরি ল্যাপটপটি গেইমিং ল্যাপটপের তুলনায় খুবই পাতলা। কালো বডির মাঝে অল্প কিছু লাল অ্যাসেন্ট থাকায় ডিজাইনে কিছুটা গেইমিং ভাব বাদ পড়েনি। কিবোর্ডেও লাল ব্যাকলাইট ব্যবহার করা হয়েছে।

পুরোপুরি ভাঁজ করে ট্যাব হিসেবে ব্যবহারের সময় ল্যাপটপটি ধরতেও সমস্যা হবে না।

এসার নাইট্রো৫
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend