ঢাকা | রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ |
২৩ °সে
|
বাংলা কনভার্টার
walton

ডেল ল্যাটিচিউড রাগেড এক্সট্রিম : বিরূপ আবহাওয়ায় কাজের ল্যাপটপ

ডেল ল্যাটিচিউড রাগেড এক্সট্রিম : বিরূপ আবহাওয়ায় কাজের ল্যাপটপ
ডেল ল্যাটিচিউড রাগেড এক্সট্রিম

ঘরের চেয়ে বাইরে যাদের বেশি থাকতে হয় তারা সবসময়ই চান শক্তিশালী ল্যাপটপ।

আর যাদের শহরের বাইরে মাঠে ঘাটে কাজ করতে হয় তারা চান শক্তপোক্ত ডিভাইস। যারা প্রচণ্ড দুরাবস্থা, যেমন কারখানা বা খনির মধ্যে কাজ করতে হয়, গবেষণার জন্য যেতে হয় ডোবা নালায় আর বিপদজনক সব জায়গায়, তাদের জন্য প্রয়োজন শক্তিশালী আর অসম্ভব শক্তপোক্ত ল্যাপটপ।

এবারের রিভিউটি কিছুটা ব্যতিক্রম ডিভাইস নিয়ে। এক নজরে দেখে নেয়া যাক ডিভাইসটি সম্পর্কে।

একনজরে ডেল ল্যাটিচিউড এক্সট্রিম ১২:

  • ১২ ইঞ্চি, টাচ সমৃদ্ধ ডিসপ্লে, রেজুলেশন ১৩৬৬ x ৭৬৮, প্রয়োজনে ঘুরিয়ে ট্যাবলেট আকার দেয়া যাবে
  • ইন্টেল কোর আই৭ প্রসেসর, ৬ম প্রজন্ম
  • ১৬ গিগাবাইট র‍্যাম
  • ৫১২ গিগাবাইট পিসিআই এসএসডি
  • ব্যাকলাইট সমৃদ্ধ কিবোর্ড, টাচপ্যাড
  • ওয়াইফাই, ব্লুটুথ, এনএফসি রিডার
  • ইউএসবি পোর্ট ২টি
  • সিরিয়াল পোর্ট
  • এইচডিএমআই এবং ভিজিএ পোর্ট
  • এসডিকার্ড, মাইক্রোএসডি কার্ড, স্মার্টকার্ড রিডার, আএফআইডি রিডার
  • হেডফোন জ্যাক
  • ডকিং পোর্ট
  • ওয়েবক্যাম, স্পিকার আর মাইক্রোফোন
  • ৫৬ ওয়াটআওয়ার ব্যাটারি
  • অত্যন্ত শক্ত ধাতব বডি, কোনায় রাবারের বাম্পার

ডিজাইন

প্রথমেই চোখে পড়বে ল্যাপটপটির বিশাল আকৃতি। অন্য সব ল্যাপটপের চেয়ে মোটা আর ভারী ডিভাইসটি বহন করাও একটি চ্যালেঞ্জ। অথচ এমনভাবে তৈরি করা না হলে সেটি ব্যবহারকারীদের প্রয়োজন মেটাতে পারত না। অত্যন্ত শক্তিশালী ধাতব বডির প্রতিটি কোনায় দেয়া হয়েছে রাবারের বাম্পার। আর প্রতিটি পোর্টের ওপর দেয়া হয়েছে শক্ত রাবারের দরজা যাতে পানি বা ধুলা ঢুকতে না পারে।

ডেল ল্যাটিচিউড রাগেড এক্সট্রিম
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend