ঘরের চেয়ে বাইরে যাদের বেশি থাকতে হয় তারা সবসময়ই চান শক্তিশালী ল্যাপটপ।
আর যাদের শহরের বাইরে মাঠে ঘাটে কাজ করতে হয় তারা চান শক্তপোক্ত ডিভাইস। যারা প্রচণ্ড দুরাবস্থা, যেমন কারখানা বা খনির মধ্যে কাজ করতে হয়, গবেষণার জন্য যেতে হয় ডোবা নালায় আর বিপদজনক সব জায়গায়, তাদের জন্য প্রয়োজন শক্তিশালী আর অসম্ভব শক্তপোক্ত ল্যাপটপ।
এবারের রিভিউটি কিছুটা ব্যতিক্রম ডিভাইস নিয়ে। এক নজরে দেখে নেয়া যাক ডিভাইসটি সম্পর্কে।
একনজরে ডেল ল্যাটিচিউড এক্সট্রিম ১২:
ডিজাইন
প্রথমেই চোখে পড়বে ল্যাপটপটির বিশাল আকৃতি। অন্য সব ল্যাপটপের চেয়ে মোটা আর ভারী ডিভাইসটি বহন করাও একটি চ্যালেঞ্জ। অথচ এমনভাবে তৈরি করা না হলে সেটি ব্যবহারকারীদের প্রয়োজন মেটাতে পারত না। অত্যন্ত শক্তিশালী ধাতব বডির প্রতিটি কোনায় দেয়া হয়েছে রাবারের বাম্পার। আর প্রতিটি পোর্টের ওপর দেয়া হয়েছে শক্ত রাবারের দরজা যাতে পানি বা ধুলা ঢুকতে না পারে।