বাংলাদেশ অঞ্চলের খেলোয়াড়দের গেম থেকে আয়ের সুযোগ করে দিতে আগেই উদ্যোগ নিয়েছে আলোচিত ভার্চুয়াল গেম ফ্রি ফায়ারের মালিকানাধীন কোম্পানি গারিনা। এ জন্য তারা বাংলাদেশে পার্টনার প্রোগ্রাম চালুর ঘোষণাও দিয়েছে। আর এই প্রক্রিয়াটিকে এগিয়ে নিতে গেমটির জন্য বাংলাদেশে ডেডিকেটেড বাংলাদেশি সার্ভার বসানোর উদ্যোগও নেয়া হয়েছে। সার্ভারটি বাংলাদেশে এসে পৌঁছবে আগামী ৮ জুন।
Garena free Fire Bangladesh অফিসিয়াল ইউটিউব চ্যানেলে কনফ্রাম করা হয়েছে ফ্রি ফায়ার বাংলাদেশ সার্ভার এর কথাটি।https://bd-preregister.ff.garena.com/ind/home
এরই মধ্যে খেলোবাংলাদেশ ৮.৬ টুর্নামেন্টে অংশ নিতে আগাম নিবন্ধনও শুরু হয়েছে। তবে দেশে গেমটি বন্ধ হওয়ার দাবি ওঠায় এ বিষয়ে দাপ্তরিক কোনো মন্তব্য করতে রাজি হয়নি কোম্পানিটি।
ফ্রি-ফায়ার গেমের সঙ্গে যুক্ত একজন কর্মকর্তা বলেছেন, বাড়তে থাকা খেলোয়াড়দের চাপে ল্যাগ ইস্যু থেকে শুরু করে ম্যাচিং এবং হাই পিং স্লো সমস্যা থেকে মুক্তি দিতেই কমিউনিটি দাবি অনুযায়ী তারা বাংলাদেশের জন্য ডেডিকেটেড সার্ভার আনছে।
ফ্রি-ফায়ার খেলোয়াড়দের বড় একটি গ্রুপের অ্যাডমিন নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ‘ডেডিকেটেড সার্ভার আসলে বাংলাদেশ ভিত্তিক ইভেন্ট চালু হবে। আমাদের খরচ কমবে। এখন আমরা ডলার অথবা রুপিতে পে করি। তখন টাকায় করতে পারব। গেমের গতিও বাড়বে।’
সূত্রমতে, সার্ভার স্থাপনের পরেই শুরু হবে বাংলাদেশী পার্টনার প্রোগ্রাম চালু করলে যদি কোনো ক্রিয়েটর তার কনটেন্টে ৮০ ভাগ ফ্রি ফায়ার সম্পর্কিত তথ্য রাখেন এবং তার যদি ইউটিউব/ফেইসবুকে ১ লাখ, টিকটকে ২ লাখ ফলোয়ার/সাবস্ক্রাইবার থাকে, তাহলে তারা পার্টনার প্রোগ্রামের আবেদন করতে পারবেন।