ঢাকা | রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ |
২৪ °সে
|
বাংলা কনভার্টার
walton

কাল বিক্রি বন্ধ হচ্ছে উইন্ডোজ ১০ !

কাল বিক্রি বন্ধ হচ্ছে উইন্ডোজ ১০ !
কাল বিক্রি বন্ধ হচ্ছে উইন্ডোজ ১০ !

৩১ জানুয়ারিতে বন্ধ হচ্ছে উইন্ডোজ ১০ বিক্রি। জনপ্রিয় এই অপারেটিং সিস্টেম বিক্রি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে মাইক্রোসফট।

চলতি মাসের পরেই আর কোম্পানির ওয়েবসাইট থেকে উইন্ডোজ ১০ - এর লাইসেন্স ডাউনলোড করা যাবে না। যে কোনও কম্পিউটার অথবা ল্যাপটপে উইন্ডোজ ১০ অ্যাকটিভেট করাতে এই লাইসেন্স কে প্রয়োজন হয়।

তবে যে সব কম্পিউটার অথবা ল্যাপটপে এখনও উইন্ডোজ ১০ ইনস্টল রয়েছে সেই সব ডিভাইসে সাপোর্ট পাঠাবে মার্কিন সংস্থাটি। মাইক্রোসফট জানিয়েছে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত উইন্ডোজ ১০ সাপোর্ট পাবেন গ্রাহকরা।

উইন্ডোজ ১০ প্রোডাক্ট পেজে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে ৩১ জানুয়ারি শেষ কোম্পানির ওয়েবসাইট থেকে উইন্ডোজ ১০ লাইসেন্স কি ডাউনলোড করা যাবে। যদিও অ্যামাজন ও অন্যান্য রিটেল স্টোরে কতদিন উইন্ডোজ ১০ লাইসেন্স কি বিক্রি হবে সেই বিষয়ে এখনও কিছুই জানায়নি মার্কিন সংস্থাটি। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে আপাতত শুধুমাত্র মাইক্রোসফট অফিশিয়াল ওয়েবসাইট থেকেই জনপ্রিয় অপারেটিং সিস্টেমের লাইসেন্স কি বিক্রি বন্ধ হচ্ছে।

উইন্ডোজ ১০ মার্কেটিং ডিরেক্টর এমি বার্টল জানিয়েছেন, “উইন্ডোজ ১০ কেনার বিষয়ে সঠিক তথ্য গ্রাহকের কাছে পৌঁছে দিতে কোম্পানির অফিশিয়াল প্রোডাক্ট পেজে আপডেট করা হয়েছে।” “৩১ জানিয়ারি পর্যন্ত মাইক্রোসফট ওয়েবসাইট থেকে উইন্ডোজ ১০ হোম ও উইন্ডোজ ১০ প্রো লাইসেন্স কি কেনা যাবে।” যদিও সংস্থার তরফ থেকে গ্রাহকদের উইন্ডোজ ১১ কেনার পরামর্শ দেওয়া হচ্ছে। ২০২৫ সালের অক্টোবরে উইন্ডোজ ১০ সাপোর্ট শেষ করবে মাইক্রোসফট।

যদিও মাইক্রোসফট ওয়েবসাইট থেকে বিক্রি বন্ধ হলেও বিভিন্ন ল্যাপটপ প্রস্তুতকারী সংস্থা উইন্ডোজ ১০ সহ ল্যাপটপ ও ডেক্সটপ কম্পিউটার বিক্রি চালিয়ে যাবে। তাই চাইলে এখনও উইন্ডোজ ১০ প্রি-ইনস্টলড ডিভাইস কেনা যাবে।

২০১৫ সালের জুলাই মাসে লঞ্চ হয়েছিল উইন্ডোজ ১০ । উইন্ডোজ ৮ - এর উত্তরসূরী হিসাবে বাজারে এসেছিল এই কম্পিউটার অপারেটিং সিস্টেম। লঞ্চের পরেই বিশ্বব্যাপী জনপ্রিয়তা পেয়েছিল এই প্রোডাক্ট। উইন্ডোজ ৮ থেকে স্টার্টrt মেনু বাদ দিয়ে বিপুল সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল মার্কিন টেক জায়েন্ট সংস্থাকে। যদিও উইন্ডোজ ১০ - এর হাত ধরে কামব্যাক করেছিল জনপ্রিয় Start মেনু। এছাড়াও একটি সার্ভিসের মতো গ্রাহকের কম্পিউটারে চলে উইন্ডোজ ১০ । এই অপারেটিং সিস্টেমে ক্রমাগত আপডেট পাঠায় মাইক্রোসফট যা ভাইরাস ও ম্যালওয়্যার দূরে রাখতে সাহায্য করে। এছাড়াও নিয়মিত আপডেটের মাধ্যমে নতুন নতুন ফিচার উইন্ডোজ ১০ -এর সঙ্গে যুক্ত করেছে মাইক্রোসফট।

বিক্রি বন্ধ,উইন্ডোজ ১০
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend