পুরো বিশ্বেই রয়েছে অ্যাপল –এর আইফোন-এর তুমুল জনপ্রিয়তা। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে পাল্লা দিয়ে বাংলাদেশেও বেড়ে চলেছে সেই জনপ্রিয়তা। অ্যাপল তাদের জনপ্রিয় আইফোন ছাড়াও বিভিন্ন ধরনের গ্যাজেট বাজারে ছাড়ছে।
বাজারে সেই সকল গ্যাজেটের জনপ্রিয়তাও থাকলেও, সবথেকে বেশি উৎসাহ রয়েছে অ্যাপল ওয়াচ নিয়ে। বর্তমানে বাজারে বিভিন্ন ধরনের কোম্পানির বিভিন্ন দামের স্মার্টওয়াচ রয়েছে।
স্মার্টওয়াচের এই জনপ্রিয়তা দেখে অ্যাপল -ও তাদের স্মার্টওয়াচ লঞ্চ করেছে। এখন জানা গিয়েছে যে, অ্যাপল একটি ২.১ ইঞ্চি ডিসপ্লে যুক্ত স্মার্টওয়াচ লঞ্চ করতে চলেছে। ২.১ ইঞ্চি ডিসপ্লে যুক্ত অ্যাপল ওয়াচ আল্ট্রালঞ্চ করা হতে চলেছে আগামী ২০২৪ সালে। এক নজরে দেখে নেওয়া যাক অ্যাপল -এর এই ওয়াচের সমস্ত খুঁটিনাটি।
খবর অনুযায়ী অ্যাপল আগামী বছর অর্থাৎ ২০২৪ সালে বৃহত্তর ২.১ ইঞ্চি ডিসপ্লে সহ নতুন এই অ্যাপল ওয়াচ আল্ট্রালঞ্চ করতে পারে। ইতিমধ্যেই সংবাদমাধ্যমে এই বিষয় সম্পর্কে জানানো হয়েছে। হাইটং ইন্টারন্যাশনাল সিকিউরিটিজ বিশ্লেষক জেফ পু গত মাসে এই খবর শেয়ার করেছিলেন।
ম্যাকরুমার্স এর রিপোর্ট অনুযায়ীও আগামী বছর অর্থাৎ ২০২৪ সালে লঞ্চ করা হতে চলেছে ২.১ ইঞ্চি ডিসপ্লে সহ অ্যাপল ওয়াচ আল্ট্রা । কিন্তু সেটি লঞ্চের সঠিক তারিখ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
বর্তমানে অ্যাপল ওয়াচ আল্ট্রা১.৯৩ ইঞ্চির ডিসপ্লে যুক্ত। ২০২৪ সালের মডেলে প্রায় ১০ শতাংশ বড় ডিসপ্লে থাকতে পারে। নতুন ডিসপ্লে ৫০ মিমি কেস আকারের সঙ্গে প্রথম অ্যাপল ওয়াচ হবে বলে আশা করা হচ্ছে।
নতুন অ্যাপল ওয়াচ আল্ট্রা -এ মাইক্রোএলইডি ডিসপ্লে প্রযুক্তির বৈশিষ্ট্যও রয়েছে, যা OLED ডিসপ্লে সহ বর্তমান মডেলগুলির তুলনায় উচ্চতর উজ্জ্বলতার পাশাপাশি কম পাওয়ার খরচের দিকে লক্ষ্য রাখবে।
বর্তমানে মাইক্রোএলইডি ডিসপ্লে উৎপাদন খরচ বেশি হওয়ায় অ্যাপল ওয়াচ আল্ট্রাবাজারে আসতে বেশি সময় লাগতে পারে। বিগত মাসে, পুও জানিয়েছিলেন যে, তিনি আশা করেন "উল্লেখযোগ্য ফিচার আপগ্রেডের অভাবের কারণে, ২০২৩ সালে অ্যাপল ওয়াচ -এর বিক্রি কমে যাবে।" এখন ২০২৪ সালে অ্যাপল ওয়াচ আল্ট্রা -তে কী কী ফিচার থাকে, সেটাই দেখার বিষয়।