ঢাকা | রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ |
৩১ °সে
|
বাংলা কনভার্টার
walton

১৫তম জন্মবার্ষিকীতে নতুন রূপে আসছে গুগল ক্রোম

১৫তম জন্মবার্ষিকীতে নতুন রূপে আসছে গুগল ক্রোম
১৫তম জন্মবার্ষিকীতে নতুন রূপে আসছে গুগল ক্রোম

চলতি মাসেই ১৫তম জন্মবার্ষিকী উদযাপন করবে জনপ্রিয় ওয়েব ব্রাউজার গুগল ক্রোম। আর এই জন্মদিনকে সবার মাঝে ছড়িয়ে দিতে নতুন রূপে আসছে ব্রাউজারটি। খবর এনগ্যাজেট।

খবরে বলা হয়, ক্রোমের রঙ বদলে নতুন ফিচার আইকনে হাজির হতে দেখা যাবে পছন্দের ক্রোমকে। এরইমধ্যে নতুন ডিজাইন প্রকাশ করা হয়েছে। এই সপ্তাহেই বাকি পরিবর্তন দেখবে ব্যবহারকারীরা।

এনগ্যাজেট জানিয়েছে, গুগল ক্রোমের ডিজাইন পরিবর্তন করতে হলে, হোমপেজের ওপরে কাস্টমাইজ ক্রোমে গিয়ে নিউ বাটনে ক্লিক করতে হবে। এরপরে একটি পপআউট আসবে- যেখানে থিম পরিবর্তন করার অপশন আসবে।

ব্যবহারকারী তার মনের মতো রঙ পছন্দ করার পরে ক্রোম নিজেই সেই রঙে রূপান্তরিত হয়ে যাবে। এখান থেকে ব্যবহারকারী তার পছন্দমতো বা কম্পিউটারের সেটিংস অনুযায়ী লাইট বা ডার্ক মোড বেছে নিতে পারবে।

এছাড়া ক্রোমের ড্রপডাউন মেন্যুতে গুগল আরও কিছু অপশন এনেছে, যার মাধ্যমে দ্রুত কিছু একসেস টুল যেমন- পাসওয়ার্ড ম্যানেজার বা এক্সটেনশনে প্রবেশ করতে পারবে। ব্যবহারকারী চাইলে ওয়েব স্টোরে গিয়ে ক্রোমের ফ্রেশ, মডার্ন থেকে এর একটি পাবলিক প্রিভিউ দেখতে পারবে।

এছাড়া থাকছে এআই (আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স) ক্ষমতাসম্পন্ন এক্সটেনশন ট্যাব এবং একটি এডিটরস স্পটলাইট সেকশন।

গুগল ক্রোম
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend