মাইক্রোসফট একটি সনামধন্য প্রতিষ্ঠান। মাইক্রোসফ্ট তার নিজের সম্পর্কে বলার কোন অপেক্ষা রাখেনা। সেটা আমাদের কারো অজানা নয়। মাইক্রোসফট এবার নিয়ে আসছে মাইক্রোসফট সারফেস ল্যাপটপ গো। ইতিমধ্যে এই ল্যাপটপটির লঞ্চ হয়ে গেছে। চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক।
চলুন দেখে আসি মাইক্রোসফট সারফেস ল্যাপটপ গোএর স্পেসিফিকেশনঃ
মাইক্রোসফট সারফেস ল্যাপটপ গো ল্যাপটপটিতে দেওয়া হয়েছে ১২.৪৫ ইঞ্চি বিশিষ্ট পিক্সেল সেন্স ডিসপ্লে। এবং এটির ওজন হবে মাত্র ১.১১ কেজি এবং এর আয়তন ২৭৮.১৮X২০৫.৬৭X১৫.৬৯ মিলিমিটার। উক্ত ল্যাপটপটি ২ টি ভেরিয়েন্টে পাওয়া যাবে সেগুলো যথাক্রমে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি এস এস ডি স্টোরেজ এবং অন্যটিতে দেওয়া হয়েছে ১৬ জিবি র্যাম এবং ২৫৬ জিবি এসএসডি স্টোরেজ । আরো থাকছে কোর আই-৫ ১০জেনারেশন প্রসেসর। ওয়েব ক্যামেরাটি থাকছে ৭২০ পি এর ক্যামেরা এতে খুব ভাল ভিডিও কলিং করা যাবে। এছাড়া দেওয়া পেছনে দেওয়া হয়েছে অমনিসনিক স্পিকার ডুলবি মাইক্রোফোন। পুরো দিন পর্যন্ত ব্যাটারি লাইফ দিবে এই ল্যাপটপটিতে। অন্যান্য ল্যাপটপের মত এখানেও থাকছে ওয়াইফাই ৬, ব্লুটুথ ৫.০, ইউ এস বি পোর্ট ৩.০ সহ থাকছে নানারকম সুবিধা।
মাইক্রোসফট সারফেস ল্যাপটপ গো এর মূল্যঃ
মাইক্রোসফট সারফেস ল্যাপটপ গো এর ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ এর মূল্য ধরা হয়েছে ৯১,৯৯৯ এবং ১৬ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ এর মূল্য ১,১০,৯৯৯ ভারতীয় রুপি। চলতি মাসের ২২ তারিখ থেকে এই ল্যাপটপটি সেল করা হবে।