ঢাকা | মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩৩ বাংলা কনভার্টার
walton

স্ন্যাপড্রাগন প্রসেসরে এলো ওয়ালটনের নতুন ট্যাব

স্ন্যাপড্রাগন প্রসেসরে এলো ওয়ালটনের নতুন ট্যাব
স্ন্যাপড্রাগন প্রসেসরে এলো ওয়ালটনের নতুন ট্যাব

নতুন মডেলের আরেকটি ট্যাবলেট পিসি বাজারে ছেড়েছে ওয়ালটন। ‘ওয়ালপ্যাড ১০এস’ মডেলের ওই ট্যাবে রয়েছে ১০.৫ ইি র ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, ২.২ এবং ১.৮ গিগাহার্টস গতির কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬০ অক্টাকোর প্রসেসর, ৪ গিগাবাইট র‌্যাম, অ্যাড্রেনো ৫১২ গ্রাফিক্স, ৬৪ জিবি ইন্টারন্যাল স্টোরেজ এবং বিল্ট-ইন কি-প্যাড। এক বছরের ওয়ারেন্টিসহ আকর্ষণীয় ডিজাইনের সিলভার রঙের ট্যাবটির দাম মাত্র ২৬,৯৯০ টাকা।

ওয়ালটন ডিজি-টেক ইন্ডস্ট্রিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর লিয়াকত আলী বলেন, ডিজিটাল ডিভাইসের জগতে ওয়ালটনের নতুন সংযোজন ওয়ালপ্যাড ১০এস। ওয়ালটনের এই ট্যাবটি ব্যবহারকারীদের আধুনিক জীবনযাত্রায় নতুনমাত্রা যোগ করবে। সবচেয়ে বেশি উপকৃত হবেন শিক্ষার্থী এবং চাকুরিজীবিরা। গ্রাহকদের কাছে সাশ্রয়ী মূল্যে সর্বাধুনিক প্রযুক্তির পণ্য তুলে দিতে আমরা প্রতিনিয়ত কাজ করছি।

অ্যান্ড্রয়েড ৯ চালিত ৭.২ মিমি স্লিম ট্যাবটিতে আরো রয়েছে ৫১২ জিবি এক্সটারনাল কার্ড সাপোর্ট, ৮ মেগাপিক্সেলের অটোফোকাস রিয়ার ক্যামেরা, ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ১৮ ওয়াট টাইপ-সি ফার্স্ট চার্জিং, ৭৭০০ মিলিঅ্যাম্পিয়ার লি-পলিমার ব্যাটারি, ডুয়াল হাইব্রিড ফোরজি সিম স্লট, ২.৪ এবং ৫ গিগাহার্টজ ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই, ওটিজিসহ অত্যাধুনিক সব ফিচার।

ওয়ালটন,ট্যাব,ওয়ালপ্যাড ১০এস
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়