ঢাকা | বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১ |
৩০ °সে
|
বাংলা কনভার্টার
walton

ভয়েস ইনপুটেই এবার ইমোজি, কীভাবে করবেন জেনে নিন

ভয়েস ইনপুটেই এবার ইমোজি, কীভাবে করবেন জেনে নিন
ভয়েস ইনপুটেই এবার ইমোজি, কীভাবে করবেন জেনে নিন

মোবাইল ডিভাইসে অনেক কাজ আর হাতে লিখে করতে হয় না। সার্চ, অ্যাপ ওপেনিং, মেসেজ পাঠানো, সবই হয় ভয়েস কম্যান্ডের মাধ্যমেই। গুগল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে ভয়েস ইনপুট আরও আপগ্রেড হয়েছে। এবার ভয়েস কম্যান্ডের মাধ্যমে ইমোজি ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা। অ্যান্ডড্রয়েড বা আই ফোনে আপগ্রেডেড ভার্সনে এই সুবিধা পাওয়া যাবে।

কিন্তু কীভাবে করবেন! ধরুন আপনি কাউকে 'হার্ট' ইমোজি পাঠাতে চান, তা হলে একটি কম্যান্ড ব্যবহার করলেই হয়ে যাবে। ভয়েস কম্যান্ডে বলতে হবে সেই ইমোজির নামটি বলতে হবে। তা হলেই হবে। তবে তার আগে অবশ্যই ইমোজিপিডিয়াতে প্রত্যেকটি ইমোজির সঠিক নাম জেনে নিতে হবে। তারপর আপনার লাইনের সঙ্গে 'উইঙ্কিং ফেস' বা 'রেড হার্ট ইমোজি' শব্দগুলি ভয়েস কম্যান্ডে বললে, প্রথমে শব্দটি রঙিন হয়ে যাবে। সঙ্গে ইমোজি ব্যবহারের বিকল্পও চলে আসবে টেক্সট বক্সে।

কীভাবে করবেন

আই ফোনের সিরি

প্রথমে যে অ্যাপটিতে ভয়েস মেসেজ পাঠাতে চান, সেটি খুলতে হবে। এরপর কি-বোর্ডে মাইক্রোফোন আইকনে ক্লিক করতে হবে ও এনাবল ডিটেকশন করতে হবে।

এরপর যে মেসেজ পাঠাতে যান, সেই মেসেজটি ভয়েসে বলে সঙ্গে ইমোজির নামটি বলতে হবে।

পুরনো ভার্সনের আই ফোনে এই ফিচার্স ব্যবহার করা যাবে না।

গুগল অ্য়াসিস্ট্যান্টে কী করবেন

মেসেজ বক্সে যেতে হবে

কি বোর্ডে মাইক্রোফোন আইকনে যেতে হবে

ভয়েস কম্যান্ডে নির্দিষ্ট ইমোজির নাম বললেই চলে আসবে টেক্স বক্সে।

ভয়েস ইনপুট,ইমোজি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend