ঢাকা | শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ |
১৭ °সে
|
বাংলা কনভার্টার
walton

আগামী বছরেই মিডিয়াটেক আনছে ওয়াইফাই ৭

আগামী বছরেই মিডিয়াটেক আনছে ওয়াইফাই ৭
আগামী বছরেই মিডিয়াটেক আনছে ওয়াইফাই ৭

বেশ আগে থেকে ভবিষ্যতের ওয়াইফাই ৭ স্ট্যান্ডার্ড নিয়ে কাজ করছে মিডিয়াটেক।

এমনকি প্রযুক্তি অংশীদার এবং প্রধান গ্রাহকদের সামনে নতুন এই প্রযুক্তি প্রদর্শন করেছে সেমিকন্ডাক্টর কোম্পানিটি। ওয়াইফাই ৭ বিদ্যমান ওয়াইফাই ৬ এর পরবর্তী সংস্করণ এবং ২.৪ গুন অধিক গতিসম্পন্ন।

নতুন ওয়াইফাই স্ট্যান্ডার্ড ৩২০ মেগাহার্জ চ্যানেলের সর্বোচ্চ ব্যবহার, ফোরকে কিউএম এবং মাল্টি ইউজার রিসোর্স ইউনিট (এমআরইউ) ব্যবহার করবে এবং বিদ্যমান ২.৪ গিগাহার্জ, ৫ গিগাহার্জ এবং ৬ গিগাহার্জ ফ্রিকোয়েন্সিতেও কাজ করবে।

মিডিয়াটেক জানিয়েছে, ওয়াইফাই ৭ সমর্থিত প্রথম ডিভাইস ২০২৩ সালে বাজারে আসতে পারে।

সেটি নমুনা স্পেসিফিকেশনের উপর ভিত্তি করে তৈরি হবে। তবে আইইইই’র সনদপ্রাপ্ত ডিভাইস বাজারে আসতে ২০২৪ সাল লেগে যেতে পারে।

ওয়াইফাই ৭,মিডিয়াটেক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend