ঢাকা | শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ |
১৯ °সে
|
বাংলা কনভার্টার
walton

টেলিনর টাওয়ার কোম্পানির সিইও হচ্ছেন হিলসেন

টেলিনর টাওয়ার কোম্পানির সিইও হচ্ছেন হিলসেন
টেলিনর টাওয়ার কোম্পানির সিইও হচ্ছেন হিলসেন

টেলিনর গ্রুপ-এর নতুন প্রতিষ্ঠিত টাওয়ার কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন হিলসেন। নর্ডিক দেশগুলোতে টেলিনরের সকল টাওয়ার কার্যক্রমকে একটি ইউনিটের আওতায় নিয়ে আসতে কাজ করবে নতুন কোম্পানিটি।

টেলিনরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। টেলিনর গ্রুপের ইভিপি ও সিএফও টোন হেগল্যান্ড বাখে বলেন, আমাদের প্রতিষ্ঠানকে গুরুত্বপূর্ণ করে তুলতে এমন একজন নিবেদিতপ্রাণ সিইও প্রয়োজন ছিলো। এজন্য কারেন হলেন সেই সঠিক ব্যক্তি যিনি এই চ্যালেঞ্জটি নিতে পারবেন।

কারেন হিলসেন ২০১৯ সালের ১ মার্চ থেকে টেলিনর সুইডেনের প্রধান নির্বাহী হিসেবে কাজ করছেন। তার নিয়োগের পর থেকেই কোম্পানিটি নেটওয়ার্ক, প্ল্যাটফর্ম এবং কাজের ধরনের আধুনিকায়নে বেশ অগ্রগতি লাভ করে। একইসঙ্গে সুইডেনে ৫জি সেবাও চালু করে তারা।

টেলিনর,হিলসেন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend