ঢাকা | শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১ |
১৮ °সে
|
বাংলা কনভার্টার
walton

চাকরিতে পদোন্নতি পেতে কী কী করবেন

চাকরিতে পদোন্নতি পেতে কী কী করবেন
চাকরিতে পদোন্নতি পেতে কী কী করবেন

কর্মজীবনে চাকরিতে পদোন্নতি সবাই চান। পদোন্নতি হলে কাজে যেমন উৎসাহ বাড়ে, তেমনি অর্থযোগও হয়। পাশাপাশি কাজের মূল্যায়ন হলে আত্মবিশ্বাসও বাড়ে। জানুন চাকরিতে পদোন্নতি পেতে কী কী করবেন?

চাকরি পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা প্রতি বছর পদোন্নতি ও ইনক্রিমেন্টের অপেক্ষায় থাকেন। সারা বছর ভালো পারফরম্যান্স ও কঠোর পরিশ্রমের জন্য পদোন্নতি ও বেতন বৃদ্ধি পেয়ে প্রত্যেক কর্মজীবী খুশি, কিন্তু অনেক সময় শ্রমজীবী মানুষ তাদের পরিশ্রমের ফল পান না। তাদের পদোন্নতিতে একধরনের প্রতিবন্ধকতা বা প্রতিবন্ধকতা দেখা যায়। আসুন জেনে নিই চাকরিতে অগ্রগতি পাওয়ার এই সহজ উপায়গুলো।

সৎ থাকুন

যেখানেই জয়েন করেন না কেনো এবং যে কাজই করুন, নিজের জায়গায় সৎ থাকুন। নিজের বিবেকের কাছে সবসময় পরিষ্কার থাকুন। তাহলেই আপনাকে দিয়ে অসৎ কাজ হবে না।

চ্যালেঞ্জ নিতে শিখুন

সফলতা পেতে চাইলে আপনাকে হতে হবে উদ্যমী এবং পরিশ্রমী। নিতে হবে নতুন নতুন চ্যালেঞ্জ। নতুন চ্যালেঞ্জের ভয়ে পিছু হঠলে চলবে না। তারাই কর্মজীবনে সফলতা অর্জন করতে পারে, যারা প্রতিটি পদক্ষেপে চ্যালেঞ্জ নিতে জানে। কারন তাদের দমিয়ে রাখা যায় না। তারা সফলতার সিড়ি বেয়ে চলে যায় সীমানার বাইরে। জয় তাদের কাছে ছেলেখেলা। তাই, সফল হতে হলে আপনাকে হতে হবে সাহসী এবং আত্মবিশ্বাস।

স্কিল ডেভেলপ করুন

আজ আপনি যেই স্কিল নিয়ে মার্কেট দাপিয়ে বেড়াচ্ছেন, কিছুদিন পরই হয়তো তার কার্যকারিতা হ্রাস পাবে। তাই, সময়ের সঙ্গে তাল মেলাতে অবশ্যই নিজের স্কিল ডেভেলপমেন্টে মনোযোগী হন। কারণ স্কিল এমনই এক জিনিস, যা শিখে রাখলে কখনোই লস হবে না। আজ হোক, কাল হোক, স্কিল আপনার কাজে আসবেই।

নেতৃত্বের গুণাবলী বাড়ান

কর্মক্ষেত্রে আপনি তখনোই পদোন্নতি পাবেন, যখন আপনার মাঝে নেতৃত্বের গুনাবলী জেগে উঠবে। যখন আপনার মাঝে ১০/১৫ মানুষকে লিড করার মতো আত্মবিশ্বাস, সাহস এবং দৃঢ় মানষিকতা গড়ে উঠবে। এই গুণাবলিগুলোর অভাব থাকলে আপনার পদোন্নতি পাওয়ায় সমস্যার সৃষ্টি হবে। নেটওয়ার্কিং

আপনি খেয়াল করে থাকবেন হয়তো, যেকোনো কোম্পানির যত উপরের পজিশনের লোক, তার কানেকশন তত বেশি। যেমন — একজন ম্যানেজারের যতো কানেকশন থাকে, একজন এক্সিকিউটিভ এর তত কানেকশন থাকে না। তাই, আপনি যদি নিজেকে সিনিয়র পজিশনে দেখতে চান, তবে অবশ্যই সময়ের সঙ্গে সঙ্গে নেটওয়ার্কিং গড়ে তুলুন।

চাকরি,পদোন্নতি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend