ঢাকা | শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ |
২৬ °সে
|
বাংলা কনভার্টার
walton

ডিজিটাল ক্যামেরায় ফেস ডিটেকশান টেকনোলজি

ডিজিটাল ক্যামেরায় ফেস ডিটেকশান টেকনোলজি
ডিজিটাল ক্যামেরায় ফেস ডিটেকশান টেকনোলজি

ডিজিটাল ক্যামেরায় ফেস ডিটেকশান টেকনোলজি কিন্তু সম্পূর্ণ আলাদা কাজে ব্যবহার হয়ে থাকে এই ক্ষেত্রে আপনি ম্যানুয়ালি ক্যামেরার তোলা ছবির প্রিভিউ অপশন থেকে ফেস ডিটেক্ট করে তাতে আপনার মন মত ইফেক্ট এবং ফিনিশিং টাচ দিতে পারবেন

একটি ফেস ডিটেকশান টেকনোলজি ওয়ালা ডিজিটাল ক্যামেরার সিম্পল লজিক ডায়াগ্রামটি মূলত এই রকম হয়ে থাকে

এবার আসুন তাহলে দেখে নেয়া যাক এই ফেস ডিটেকশান টেকনোলজির ফিচার এবং ব্যবহার

ফেস সিলেকশান এবং ট্র্যাকিং

সাবজেক্টের ফেস এর উপরে আপনার ফোকাস ফিক্স করে দেয়ার পর আপনি চাইলে সেই ফেস অনুপাতে সিলকশান রেজ্ঞ সিলেক্ট করতে পারবেন ফেস সিলেক্ট করা এবং ফাংশান ট্র্যাক করার পর আপনাকে নিমোক্ত দুইটা সেটিংস কনফিগার করতে হবে

AF ফ্রেম সিলেক্ট করতে হবে ফেস ডিটেকশান এর জন্যে এই ডিটেকশান কনফার্ম করার জন্যে প্রিন্ট শেয়ার বাটন অপশনে ফেস ডিটেক্ট সিলেক্ট করতে হবে

AF পয়েন্ট জুমিং

এএফ ফ্রমের ব্যবহার একটু আগেই বলেছি এর সাহায্যে নির্দিষ্ট ফেস আপনি চাইলে ছবি তোলার সময় অথবা চাইলে পরেও সিলেক্ট করতে পারবেন এই এএফ পয়েন্টে আরেকটি চমৎকার ফিচার হল এএফ পয়েন্ট জুমিং আপনি চাইলে ছবি তোলার সময় অথবা তার পরেও এই জুমিং অপশন ব্যবহার করতে পারবেন ফটো ফোকাসিং ঠিক করা এবং কারও এক্সপ্রেশানকে ঠিক করতে এই টেকনোলজি আপনি ব্যবহার করতে পারবেন আর আপনি যদি কোন শৌখিন ফটোগ্রফার হয়ে থাকেন তাহলে তো আর কোন কথাই নাই তাছাড়া ম্যাক্রো মোডের ক্ষেত্রেও আপনাকে ফোকাসিং করতে সাহায্য করবে এই জুমিং অপশনটি

ফেস ডিটেকশান AF/AE/FE/WB

ফেস ডিটেকশান টেকনোলজি আরো সুবিধা যোগ করে দিয়েছে ডিজিটাল ক্যামেরার ক্ষেত্রে ফেসকে ডিটেক্ট করা ছাড়াও

ফোকাস,এক্সপোজার,হেয়াইট ব্যালান্স - এর মত সুক্ষ টাস্ক আপনি চাইলে ম্যানুয়ালি অথবা অটো সেটআপ করতে পারবেন

ফ্ল্যাশ এর সময় অটোমেটিক্যালি ফেস ইলুমিনেশান ফোকাসিং কে আরো সুবিধাজনক অবস্থায় নিয়ে এসেছে এই ইলুমিনেশানের জন্যে ফেকাসিং এবং ফেসিং সব সময় সুবিধা জনক অবস্থানে রাখা হয়

রেড আই কারেকশান

এখন থেকে ছবি তে রেড আই পরে গেলে ফটোশপে ঘষামাজা করতে হবে না ফেস ডিটেকশান টেকনোলজি ব্যবহার করে রেড আই ইফেক্ট টা রিজলভ করে দিলেই হবে কিছু কিছু এক্সেপশনাল কেস এটি অটোমেটিক্যালি এই রেড আই খুজে বের করে এবং কারেকশান করে দেয় আবার আপনি চাইলে অবশ্য ম্যানুয়ালি ডিটেক্ট করে কারেক্ট করে নিতে পারবেন

এই ক্ষেত্রে রেড আই শ্যাডো অপশনের সাহাজ্যে আপনি কারেকশান করতে পারবেন এর জন্যে আপনাকে [red eye corr] বেছে নিতে হবে

আরেকটা কথা কারেক্ট করা হয়ে গেলে ইমেজ অটোমেটিক্যালি মেমরি কার্ডে সেভ হয়ে যাবে আপনাকে আবার ম্যানুয়ালি করার ঝামেলায় যাওয়ার দরকার নাই

ফোকাস চেকিং

আগের চাইতে আরো ভালোভাবে ফোকাসিং এর কাজ করা যাবে আপনি চাইলে ছবি তোলার সময় অথবা পরপরই ফোকাসটি দেখে নিতে পারেনফোকাস যদি আপনার মনের মত যায়গায় না হয় তাহলে আপনি চাইলে প্লেব্যাক করে ফোকাস আরেক জায়গায় নিয়ে যেতে পারবেন

ট্রিমিং

তোলা ছবির কোন নির্দিষ্ট অংশ কে ট্রিমিং করতে চাইলে এখানে সংযুক্ত রয়েছে ক্যামেরা - সাইড ট্রিমিং অপশন এএফ ফ্রেমে ফেস ডিটেকশানের মাধ্যমে নির্দিষ্ট অংশ সিলেক্ট করা হয়ে গেলে কোন কোন ক্ষেত্রে মাল্টিপল ইমেজ ডিটেকশান করা হয়ে থাকে ট্রিমিং এর এই ফ্রেম এক ফেস থেকে আরেক ফেসে সুইচ করাতে প্রিন্ট/শেয়ার অপশন ব্যবহার করা যেতে পারে ঠিক ট্যাব বাটনের মত

তাছাড়া আরেকটি মজার বিষয় হল অন্য কামেরায় তোলা ছবিতেএই ফেস ডিটেকশান টেকনোলজির মাধ্যমে আরো সুন্দর ফিনিশিং টাচ দেয়া সম্ভব

ডিজিটাল ক্যামেরা,ফেস ডিটেকশান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend