ইতিমধ্যেই প্রবেশ করেছে বর্ষা। কিন্তু বর্ষার পানিতে ক্ষতি হতে পারে ইলেকট্রনিক ডিভাইসের এবং বিভিন্ন ধরনের গ্যাজেটের। বর্তমানে প্রায় প্রত্যেকের কাছেই ল্যাপটপ এবং স্মার্টফোন রয়েছে। কিন্তু বৃষ্টির পানিতে সহজেই ক্ষতিগ্রস্ত হতে পারে এই ধরনের ডিভাইস।
এক নজরে দেখে নেওয়া যাক বৃষ্টির পানি থেকে নিজেদের ইলেকট্রনিক ডিভাইস সুরক্ষিত রাখার উপায়।
জিপ লক পাউচ -
ওয়াটারপ্রুফ কভার -
বর্তমানে বাজারে বিভিন্ন ধরনের ওয়াটারপ্রুফ কভার রয়েছে। তাই বর্ষাকালে সবথেকে বুদ্ধিমানের কাজ হল নিজেদের গ্যাজেট সেই ওয়াটারপ্রুফ কভারের মধ্যে ঢুকিয়ে রাখা। এই ধরনের কভার একটু দামি হলেও তা ট্যাবলেট এবং অন্য ইলেকট্রনিক ডিভাইস সুরক্ষিত রাখতে সাহায্য করবে।
সিলিকা জেল প্যাকেট -
বর্ষাকালে নিজেদের ল্যাপটপ ক্যারি করার সময় সব সময় ওয়াটারপ্রুফ ব্যাগ ব্যবহার করা প্রয়োজন। কিন্তু এক্ষেত্রে একটি বিষয় মনে রাখা দরকার যে ওয়াটারপ্রুফ ব্যাগে সিলিকা জেল প্যাকেট ভরার প্রয়োজন রয়েছে। কারণ এই ধরনের সিলিকা জেল ব্যাগের মধ্যে জমা ময়েশ্চার টেনে নেবে। এর ফলে ল্যাপটপ ময়েশ্চার-ফ্রি থাকবে। সিলিকা জেলের প্যাকেটের রঙ পরিবর্তন হয়ে গেলে সেটি বদলে ফেলা দরকার।
ওয়াটারপ্রুফ টিডব্লুসি ইয়ারফোন -
বিভিন্ন ধরনের ব্লুটুথ ইয়ারফোন ওয়াটার রেসিস্টেন্ট হলেও সেটি যত্ন করে ব্যবহার করা দরকার। এক্ষেত্রে সবথেকে ভালো হলো ওয়াটারপ্রুফ টিডব্লুসি ইয়ারফোন ব্যবহার করা।
ভেজা ডিভাইস চার্জ দেওয়া উচিত নয় -
সব সময় মনে রাখা দরকার যে, কোনও সময় কোনও ভেজা ডিভাইস চার্জ দেওয়া উচিত নয়। কারণ এর ফলে ইলেকট্রনিক ডিভাইস এবং গ্যাজেট ড্যামেজ হতে পারে। এক্ষেত্রে নিজেদের হাতও যেন ভেজা না থাকে চার্জ দেওয়ার সময়।
দেওয়াল এবং সিলিং লিকেজ -
বর্ষাকালে অনেক সময় দেখা যায় যে ঘরের দেওয়াল এবং সিলিং দিয়ে পানি চুঁইয়ে পড়ছে। এই ক্ষেত্রে নিজেদের ইলেকট্রনিক ডিভাইস এবং গ্যাজেট সেই দেওয়ালে কখনও চার্জ দেওয়া উচিত নয়।