ঢাকা | শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ |
১৮ °সে
|
বাংলা কনভার্টার
walton

স্যামসাংয়ের রিপেয়ার মোডে তথ্য চুরি থেকে মুক্তি!

স্যামসাংয়ের রিপেয়ার মোডে তথ্য চুরি থেকে মুক্তি!
স্যামসাংয়ের রিপেয়ার মোডে তথ্য চুরি থেকে মুক্তি!

ফোনের সমস্যা হলে আমাদেরকে মেরামত কারিগরের কাছে যেতে হয়। সেই ছবি ছবি, বার্তাসহ বিভিন্ন ব্যক্তিগত তথ্য থাকতে পারে। তবে কারিগরের কাছে ফোন দিয়ে প্রায় সকলকেই ছবি, ভিডিওসহ ডেটা চুরির শঙ্কায় থাকতে হয়। তবে এই শঙ্কা থেকে মুক্তি পাওয়ার সময় আসছে।

কোরিয়ার প্রযুক্তি জায়ান্টটি জানিয়েছে, ডেটা চুরির শঙ্কা থেকে মুক্তি দিতে ‘রিপেয়ার মোড’ নামে নতুন একটি ফিচার আনছে স্যামসাং। এই মোডে ব্যবহারকারীর ফোনের ভেতর মেরামত কারিগরকে সীমিত প্রবেশাধিকার দেবে ফিচারটি। ফলে ফোন মেরামতের জন্য যথেষ্ট প্রবেশাধিকার পেলেও ব্যবহারকারীর ছবি ফাঁস করার মতো প্রবেশাধিকার পাবেন না কারিগররা।

গ্যালাক্সি এস২১ ফোনের মাধ্যমে নতুন এই ফিচারটি উন্মুক্ত হবে। ভবিষ্যতে অন্যান্য মডেলেও সুবিধাটি আনার পরিকল্পনা করছে স্যামসাং।

বিল্ট-ইন সেটিংয়ের মধ্যে থাকা ‘ব্যাটারি অ্যান্ড ডিভাইস কেয়ার’ অপশনে গিয়ে ফিচারটি চালু করতে পারবেন ব্যবহারকারী। এর পর রিপেয়ার মোডে ফোনটি রিস্টার্ট করলেই ব্যবহারকারীর অ্যাকাউন্ট, ছবি এবং বার্তা লুকিয়ে ফেলবে ফোনটি।

স্যামসাং রিপেয়ার মোড,তথ্য চুরি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend