ঢাকা | শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ |
২৬ °সে
|
বাংলা কনভার্টার
walton

শাওমি-র ফোন খুব তাড়াতাড়ি গরম হয়ে গেলে কী করা উচিত

শাওমি-র ফোন খুব তাড়াতাড়ি গরম হয়ে গেলে কী করা উচিত
শাওমি-র ফোন ব্যবহার করেন? দেখে নিন খুব তাড়াতাড়ি গরম হয়ে গেলে কী করা উচিত

শাওমি -এর বাজেট থেকে শুরু করে ফ্ল্যাগশিপ প্রতিটি সেগমেন্টের হ্যান্ডসেট অত্যন্ত ফিচার সমৃদ্ধ হয়। আর এই কারণেই সংস্থাটির গ্রাহক দিনের পর দিন বাড়ছে। যদিও শাওমি স্মার্টফোন সম্পর্কে কম-বেশি প্রায় প্রত্যেক ব্যবহারকারীর একটাই নালিশ আছে যে, দীর্ঘক্ষণ ব্যবহারে ডিভাইসে ওভার হিটিংয়ের সমস্যা দেখা দিতে শুরু করে।

যদিও যেকোনো ব্র্যান্ডের হ্যান্ডসেটের জন্যই এটি একটি সাধারণ সমস্যা। কিন্তু শাওমি ব্র্যান্ডিংয়ের ডিভাইসগুলি তুলনায় তাড়াতাড়ি গরম হয়ে যায়। ফলে এই সমস্যার আদৌ কোনো সমাধান আছে কিনা? বা কীভাবে ওভার হিটিংয়ের হাত রেখে ফোনকে বাঁচানো যাবে? এইরকম প্রশ্ন অনেক ব্যবহারকারীর মুখেই শোনা যায়। তাই আজ আমরা সমস্ত শাওমি ফোন ব্যবহারকারীদের ওভার হিটিংয়ের সমস্যা থেকে মুক্তি দিতে কয়েকটি উপায় আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছি। নীচে উল্লেখিত বিষয়গুলি মাথায় রাখলে ডিভাইসের দ্রুত গরম হওয়ার সমস্যা কিছুটা হলেও এড়ানো যাবে… শাওমি ফোনের ওভার হিটিংয়ের সমস্যা এইভাবে সমাধান করুন

• একটানা ৪০ মিনিটের বেশি ফোনে কথা বলবেন না।

• ২০-৩০ মিনিটের বেশি কোনো ভারী গ্রাফিক্স ভিত্তিক মোবাইল গেম খেলবেন না। গেম খেলার মাঝে কিছুক্ষণ বিরতি দিন ডিভাইসকে।

• এক সাথে একাধিক অ্যাপ ব্যবহার করা এড়িয়ে চলুন। কেননা ফোন অত্যাধিক মাল্টিটাস্কিং করার কারণে গরম হয়ে যেতে পারে।

• সরসরি সূর্যের রশ্মি লাগতে দেবেন না স্মার্টফোনে। অথবা দীর্ঘক্ষণ রোডের মধ্যে ফেলে রাখবেন না ফোনটি।

• স্মার্টফোন অতিরিক্ত গরম হয়ে গেলে ব্যাক কভার বা কেস খুলে দিন।

• যেসকল অ্যাপ আপনি ব্যবহার করেন না, সেগুলিকে আনইনস্টল করে দিন।

• ফোনের ব্যাকগ্রাউন্ডে চলমান অ্যাপগুলিকে বন্ধ করে দিন। কেননা চলমান থাকলে ফোনের ব্যাটারি অপচয় করবে এবং একই সাথে ওভার হিটিংয়ের সমস্যাকে ইন্ধন যোগাবে।

• আপনার ফোনের হোম স্ক্রিনে যদি উইজেট বা লাইভ ওয়ালপেপার ইনস্টল করা থাকে, তবে তা অবিলম্বে সরান৷ কারণ এগুলি ব্যাকএন্ডে সর্বক্ষণ কাজ করতে থাকে। যার দরুন ডিভাইস উত্তপ্ত হতে পারে।

ওভার হিটিংয়ের সমস্যা এড়াতে ওএস ভার্সন আপডেটে রাখুন:

স্মার্টফোনের অপারেটিং সিস্টেম সর্বদা আপ-টু-ডেট রাখা উচিত। কেননা অপারেটিং সিস্টেমের উপর অনেকাংশে ডিভাইস এবং ব্যাটারির পারফরম্যান্স নির্ভর করে। তবে আপনি যদি ওএস কিভাবে আপডেট করতে হয় তা না জেনে থাকেন, তবে নীচের ধাপসমূহ অনুসরণ করতে পারেন।

• ওএস আপডেট করতে প্রথমেই ফোনের সেটিংসে চলে যান।

• তারপর ‘About phone’ বিকল্প বেছে নিন।

• এবার ‘System Update’ অপশনে ট্যাপ করুন।

উপরিউক্ত ধাপ অনুসরণ করার পর আপনার ডিভাইসের ওএস সিস্টেম আপডেট হয়ে যাবে। যার পরে ফোনের বাগ সংক্রান্ত যাবতীয় সমস্যা সংশোধন হয়ে যাবে এবং একই সাথে ওভার হিটিংয়ের সমস্যাও অনেকটা কমে যাবে।

ব্যাটারি মোড সেটিংস পরিবর্তন করার মাধ্যমে ওভার হিটিংয়ের সমস্যা কমান:

অত্যাধিক ব্যাটারি ক্ষয় হলে ডিভাইস গরম হতে শুরু করে। ফলে ব্যাটারি মোডের সেটিংস পরিবর্তন করে ওভার হিটিংয়ের সমস্যা কমানো সম্ভব। আপনি যদি না জেনে থাকেন কীভাবে এমনটা করতে হয়, তবে নীচে পর্যায়ক্রমিক ধাপ দেওয়া হল –

• ব্যাটারি মোড সেটিংস পরিবর্তন করার জন্য প্রথমেই ফোনের সেটিংসে চলে যান।

• এর পর ‘Advanced Options’ -এ ট্যাপ করুন।

• এবার ‘Battery’ লেখা বিকল্পের অধীনে থাকা ‘Battery Mode’ বাটনে ট্যাপ করুন।

• পরিশেষে ‘Battery saver mode’ অন করে দিন। এর ফলে আপনার শাওমি স্মার্টফোন অতিরিক্ত গরম হওয়ার সমস্যা থেকে রেহাই পাবে।

শাওমি,ফোন গরম
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend