ঢাকা | শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ |
২৬ °সে
|
বাংলা কনভার্টার
walton

বই মেলায় আরিফ মঈনুদ্দীন এর ডিজিটাল ফরেনসিক এন্ড ইনভেস্টিগেশন বই

বই মেলায় আরিফ মঈনুদ্দীন এর ডিজিটাল ফরেনসিক এন্ড ইনভেস্টিগেশন বই
বই মেলায় আরিফ মঈনুদ্দীন এর ডিজিটাল ফরেনসিক এন্ড ইনভেস্টিগেশন বই

আরিফ মঈনুদ্দীন এর ডিজিটাল ফরেনসিক এন্ড ইনভেস্টিগেশন বই এর মোড়ক উন্মোচন। দৈনন্দিন কাজকর্ম সম্পাদন এবং ব্যবসা পরিচালনা করার জন্য বিভিন্ন ধরনের ডিজিটাল ডিভাইস আজ সমাজের সর্বত্র ব্যবহার হচ্ছে।

এই ডিভাইসগুলির মধ্যে রয়েছে ডেস্কটপ এবং ল্যাপটপ কম্পিউটার, মোবাইল ফোন, ট্যাবলেট, ফ্ল্যাশ ড্রাইভ, ডিজিটাল ক্যামেরা এবং আরও অনেক কিছু। এইসব ডিজিটাল ডিভাইস বিভিন্ন ক্রিয়াকলাপের জন্য এবং অন্য লোকেদের সাথে সংযোগ স্থাপনের জন্য ব্যবহার করা হয়। দুর্ভাগ্যবশত, সাইবার অপরাধীরা অপরাধ করার জন্য এইসব ডিজিটাল ডিভাইস ব্যবহার করে থাকে, কারণ এই ডিভাইসগুলি মানুষকে নামে বেনামে অপরাধ করতে সহযোগিতা করে। এইসব ডিভাইস সমুহের কিভাবে ফরেনসিক করে আলামত খুঁজে বের করতে হয় তা অনেকই জানেন না।

অপরাধ করার পর অপরাধীর সেই ডিভাইস কিভাবে ফরেনসিক করবেন কিভাবে অপরাধ সংক্রান্ত আলামত খুঁজবেন তা নিয়ে বইটি লিখেছেন ডিকোডস ল্যাব লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ আরিফ মঈনুদ্দীন।

সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ আরিফ মঈনুদ্দীন এর ৩য় বই “ডিজিটাল ফরেনসিক এন্ড ইনভেস্টিগেশন” বইটি প্রকাশিত হয়েছে প্রকাশনা প্রতিষ্ঠান অদম্য প্রকাশ থেকে, বইমেলায় স্টল নাম্বার ৪৪৫. এছাড়া বইটি অনলাইনে রকমারি তেও পাওয়া যাচ্ছে।

সম্প্রতি অমর একুশে বইমেলা ২০২৩ প্রাঙ্গণে বইটির মোড়ক উন্মোচন করা হয়েছে। যারা সাইবার অপরাধ তদন্ত বিষয়ক কাজ করেন এবং এই বিষয়ে জানতে ও পড়তে আগ্রহী বইটি তাদের জন্য গুরুত্ব বহন করবে।

বই মেলা,আরিফ মঈনুদ্দীন,ডিজিটাল ফরেনসিক এন্ড ইনভেস্টিগেশন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend