ঢাকা | বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ |
২২ °সে
|
বাংলা কনভার্টার
walton

ফেসবুকের ভিডিও ডাউনলোড করার উপায় জানুন

ফেসবুকের ভিডিও ডাউনলোড করার উপায় জানুন
ফেসবুকের ভিডিও ডাউনলোড করার উপায় জানুন

ফেসবুক স্ক্রল করতে কমবেশি আমরা সকলেও ভালোবাসি। ফেসবুক খুললেই বিভিন্ন রকম ভিডিও আসতে থাকে। আর সেসবে প্রায়শই মজে যাই আমরা। স্ক্রল করলেই নতুন নতুন ভিডিও, তাতে নানাধরনের বিষয়, নানা ধরনের আইডিয়া। কখনও কখনও সেসব অফলাইনে রেখে দেওয়ার প্রয়োজন হয়। ছবি ডাউনলোড করা যায়, তবে ভিডিও ডাউনলোড, না ফেসবুকে এমন কোনও অপশন নেই। অবশ্য ফেসবুকে সেভ করে রাখার অপশন রয়েছে, এমনকী ফেসবুকের ভিতরেও ডাউনলোড করে রাখা যায় বটে। তবে ডেস্কটপ অন্য কোনও ডিভাইসে অফলাইনে সেসব ভিডিও নামিয়ে রাখার উপায় ফেসবুক অন্তত দেয় না। তবে ফেসবুক না দিলেও, ওই সব ভিডিও ডাউনলোডের জন্য হাতের কাছেই রয়েছে সহজ উপায়। আজ এমন ম্যাজিক জানাব আপনাদের, যা জানা থাকলে যে কোনও প্ল্যাটফর্ম থেকেই ডাউনলোড করতে পারবেন যে কোনও ছবি বা ভিডিও। আসুন জেনে নেওয়া সেই ম্যাজিক ট্রিকস।

ফেসবুকে অ্যাসর্টেড সেভ ভিডিয়ো অপশনটিতে ক্লিক করলে ফেসুবকের ভিতরেই অফলাইনে সেভ হয়ে যায় ভিডিয়োটি। তবে তা মোবাইলে জমা থাকে না বা কাউকে পাঠানো যায় না। ফেসবুকের একটি নির্দিষ্ট সেকশনে সেভ হয়ে থাকে ভিডিয়োগুলি। পরবর্তী কালে দেখার জন্য ফেসবুকের এই ফিচার্সটি ব্যবহার করতেই পারেন। তবে ভিডিয়োর মালিক যদি কোনও কারণে সেটি উড়িয়ে দেন, তবে তার অ্যাকসেস আপনি আর পাবেন না। আর তা পেতে প্রয়োজন মোবাইলে বা অন্য কোনও ডিভাইসে ডাউনলোড করে রাখার। তার জন্য কী করতে হবে দেখে নিন চট করে।

লিঙ্ক কপি করুন

ধরুন ফেসবুক স্ক্রল করতে করতে কোনও একটি ভিডিও দারুণ পছন্দ হল। হয়তো দারুণ কাজের কোনও আইডিয়া। আর সেটিকে আপনি ডাউনলোড করে রাখতে চান আপনার ল্যাপটপে বা ডেস্কটপে। তেমন মনে হলে ভিডিওটির ডানপাশে থাকা তিনটি ডটে ক্লিক করুন। একটি মেনু খুলবে, সেখান থেকে কপি লিঙ্ক অপশনটিতে ক্লিক করুন। তবে কোনও প্রাইভেট ভিডিওর ক্ষেত্রে কিন্তু এই অপশনটি দেখাবে না। কারণ তা ডাউনলোডেরযোগ্য নয় মোটেও।

পেস্ট করুন

কপি তো হল, এবার পালা পেস্টের। তার জন্য ব্রাউজারে গিয়ে নতুন একটি ট্যাব খুলতে হবে আপনাকে। যেখানে অ্যাড্রেস বারে গিয়ে লিঙ্কটি পেস্ট করে ফেলুন ঝটপট। এবার অ্যাড্রেস বারে গিয়ে লিঙ্কটির সামনে লেখা যা 'www' অংশটি পাবেন তা ডিলিট করে দিন ব্যাকস্পেস প্রেস করে। এবার তার জায়গায় লিখুন 'mbasic' শব্দটি। যার ফলে পেজটির মোবাইল ভার্সন খুলবে আপনার ব্রাউজারে।

সেভ করুন ডিভাইসে

এবার কী করবেন ভাবছেন তো? এর পরে ভিডিওটির উপর রাইট ক্লিক করে 'ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব' অপশনে ক্লিক করুন। এর ফলে তৃতীয় ট্যাবে শুধুমাত্র ভিডিওটি খুলবে। আর তার উপর রাইট ক্লিক করলেই ভিডউটি সেভ করার অপশন দেবে। এবার 'সেভ ভিডিও অ্যাজ' করে ডাউনলোড করে নিন ডেস্কটপে কিংবা ল্যাপটপে। এরপর 'ডাউনলোডস' অপশনে ঢুকলে ভিডিয়োটি দেখতে পাবেন আপনি।

রয়েছে অন্য বিকল্পও

এছাড়াও একগুচ্ছ বিকল্প রয়েছে হাতের কাছেই। যার মাধ্যমে এইচডি কোয়ালিটির ফেসবুক ভিডিও ডাউনলোড করতে পারেন মোবাইল বা ডেস্কটপে নিমেষেই। তার জন্য কী করতে হবে, জেনে নিন তাও। সেভফ্রম.নেটের মতো একাধিক ওয়েবসাইট পাবেন সার্চ ইঞ্জিনে খুঁজলেই। তেমনই একটি ওয়েবসাইট খুলে সেখানে গিয়ে ফেসবুকের ভিডিও লিঙ্কটি পেস্ট করলেই ডাউনলোডের অপশন দেবে। সেখানে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে এইচডি কোয়ালিটির ভিডিও। সেই পদ্ধতিও প্রয়োগ করে দেখতে পারেন কিন্তু।

ফেসবুক,ভিডিও ডাউনলোড
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend