ঢাকা | সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১ |
২১ °সে
|
বাংলা কনভার্টার
walton

ক্যানভার বিকল্প গ্রাফিক ডিজাইন টুল

ক্যানভার বিকল্প গ্রাফিক ডিজাইন টুল
ক্যানভার বিকল্প গ্রাফিক ডিজাইন টুল

গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে অনেক শিক্ষার্থী ক্যানভা ব্যবহার করে।অনেক রেডিমেট টেম্পলেট থাকার কারণে অনেকের পছন্দের শীর্ষে ক্যানভা। পেশাদার কিংবা অপেশাদার সকল ডিজাইনাররা ক্যানভা ব্যবহার করে।আজকে ক্যানভার কিছু বিকল্প নিয়ে আলোচনা করবো:

Desygner: এটি ডিজাইনের জন্য ব্যবহার করতে পারবেন।এখানে অনেক থিম আছে।

Polotno Studio: ডিজাইনের ক্ষেত্রে Polotno Studio ও কার্যকরী টুল হতে পারে।এটার ইউজার ইন্টারফেজ অনেক্তা ক্যানভার মত।

Adobe Express: Adobe Express অনেক ডিজাইনারদের কাছে প্রিয় একটি টুল।এখানে অনেক টেম্পলেট পেয়ে যাবেন।

PosterMyWall: যারা পোস্টার ডিজাইন করেন তাদের জন্য এটি উপকারি হতে পারে।সোশ্যাল মিডিয়ায় যারা বিজনেজ করেন তাদের সময় বাঁচাবে এটি।কেননা এখানে অসংখ্য রেডিমেট পোস্টার দেওয়া আছে।

Microsoft Designer: এটি Ai দিয়ে পরিচালিত টুল।আপনার কমান্ডের মত ডিজাইন এনে দিবে এটি।অর্থাৎ টেক্স টু ইমেজ।

Pixteller: এখানেও অনেক রেডিমেত ডিজাইন দেয়া আছে।Banners,Story Slideshows,Quote,Collage,Banner,Flyers ইত্যাদি পেয়ে যাবেন।

ক্যানভা,গ্রাফিক ডিজাইন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend