গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে অনেক শিক্ষার্থী ক্যানভা ব্যবহার করে।অনেক রেডিমেট টেম্পলেট থাকার কারণে অনেকের পছন্দের শীর্ষে ক্যানভা। পেশাদার কিংবা অপেশাদার সকল ডিজাইনাররা ক্যানভা ব্যবহার করে।আজকে ক্যানভার কিছু বিকল্প নিয়ে আলোচনা করবো:
Desygner: এটি ডিজাইনের জন্য ব্যবহার করতে পারবেন।এখানে অনেক থিম আছে।
Polotno Studio: ডিজাইনের ক্ষেত্রে Polotno Studio ও কার্যকরী টুল হতে পারে।এটার ইউজার ইন্টারফেজ অনেক্তা ক্যানভার মত।
Adobe Express: Adobe Express অনেক ডিজাইনারদের কাছে প্রিয় একটি টুল।এখানে অনেক টেম্পলেট পেয়ে যাবেন।
PosterMyWall: যারা পোস্টার ডিজাইন করেন তাদের জন্য এটি উপকারি হতে পারে।সোশ্যাল মিডিয়ায় যারা বিজনেজ করেন তাদের সময় বাঁচাবে এটি।কেননা এখানে অসংখ্য রেডিমেট পোস্টার দেওয়া আছে।
Microsoft Designer: এটি Ai দিয়ে পরিচালিত টুল।আপনার কমান্ডের মত ডিজাইন এনে দিবে এটি।অর্থাৎ টেক্স টু ইমেজ।
Pixteller: এখানেও অনেক রেডিমেত ডিজাইন দেয়া আছে।Banners,Story Slideshows,Quote,Collage,Banner,Flyers ইত্যাদি পেয়ে যাবেন।