ঢাকা | সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১ |
২১ °সে
|
বাংলা কনভার্টার
walton

জোরে গাড়ি চালান? সাবধান! আপনাকে বড় বিপদ থেকে বাঁচাতে পারে গুগল

জোরে গাড়ি চালান? সাবধান! আপনাকে বড় বিপদ থেকে বাঁচাতে পারে গুগল
জোরে গাড়ি চালান? সাবধান! আপনাকে বড় বিপদ থেকে বাঁচাতে পারে গুগল

গতির নেশা বড় বিপজ্জনক। সেই নেশায় বুঁদ হয়ে দুর্ঘটনার কবলে পড়েন অনেকেই। তাই প্রশাসন সতর্ক। অতিরিক্ত গতিতে গাড়ি চালালে চালককে জরিমানা দিতে হয়।

তবে এর একটা খারাপ দিকও রয়েছে। যাঁরা সতর্ক ভাবে গাড়ি চালান, তাঁরাও অনেক সময় বুঝতে না পেরে নির্দিষ্ট কোনও রাস্তায় অতিরিক্ত গতিতে গাড়ি চালিয়ে ফেলেন। ফলে হাতে আসে জরিমানার চালান। এই সমস্যা থেকে রক্ষা করতে পারে Google।

আসলে Google Maps-এর নতুন ইন-বিল্ট Speedometer ফিচার সাহায্য করতে পারে গাড়ি চালকদের। এই বিশেষ ফিচারটি গাড়ির বর্তমান গতি জানানোর পাশাপাশি সতর্কও করে। যদি কখনও চালক নির্ধারিত সীমা অতিক্রম করে ফেলন, তখন এই স্বয়ংক্রিয় সতর্কতা জরিমানা বা দুর্ঘটনার হাত থেকে রক্ষা করতে পারে।

কীভাবে কাজ করে এই ফিচার—

যে সমস্ত এলাকায় গাড়ির গতি নির্দিষ্ট করে দেওয়া রয়েছে, সেখানে Google-এর এই ফিচার চালককে সাহায্য করতে পারে। সেক্ষেত্রে গতিসীমা পেরিয়ে গেলে Speedometer রঙ বদলে সতর্ক করার চেষ্টা করে।

কীভাবে ব্যবহার করা যায়—

এজন্য প্রথমেই নিজের Android ডিভাইসে Google Map খুলে নিতে হবে।

তারপর Account Settings-এ যেতে হবে। উপরের ডানদিকে দেখা যাবে নিজের প্রোফাইল ছবি বা নামের আদ্যাক্ষর।

এখানে Settigns থেকে Navigation Settings-খুঁজে নিতে হবে।

তারপর সেখানে Driving Options খুঁজে বের করতে হবে। এই বিভাগের মধ্যেই ড্রাইভিং-সম্পর্কিত বিভিন্ন ফিচার খুঁজে পাওয়া যেতে পারে।

Driving Options-এর মধ্যে থেকে খুঁজে নিতে হবে Speedometer অপশনটি। রিয়েল-টাইম গতির উপর নজর রাখার জন্য এটি চালু করে নিতে হবে।

তবে মনে রাখতে হবে, এটি শুধু মাত্র সাহায্য করতে পারে। যে কোনও দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার জন্য অবশ্যই সতর্ক হয়ে গাড়ি চালানো দরকার। প্রশাসনের তরফেও জরিমানা করা হয়, মানুষকে সতর্ক করার জন্যই। আসল উদ্দেশ্য প্রাণহানি রোধ করা। তাই সতর্কতার কোনও বিকল্প নেই। ট্রাফিক আইন মেনে, নির্ধারিত গতিসীমার মধ্যেই গাড়ি চালানো প্রয়োজন।

কীভাবে ব্যবহার করা যায়—

এজন্য প্রথমেই নিজের Android ডিভাইসে Google Map খুলে নিতে হবে।

তারপর Account Settings-এ যেতে হবে। উপরের ডানদিকে দেখা যাবে নিজের প্রোফাইল ছবি বা নামের আদ্যাক্ষর।

এখানে Settigns থেকে Navigation Settings-খুঁজে নিতে হবে।

তারপর সেখানে Driving Options খুঁজে বের করতে হবে। এই বিভাগের মধ্যেই ড্রাইভিং-সম্পর্কিত বিভিন্ন ফিচার খুঁজে পাওয়া যেতে পারে।

Driving Options-এর মধ্যে থেকে খুঁজে নিতে হবে Speedometer অপশনটি। রিয়েল-টাইম গতির উপর নজর রাখার জন্য এটি চালু করে নিতে হবে।

তবে মনে রাখতে হবে, এটি শুধু মাত্র সাহায্য করতে পারে। যে কোনও দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার জন্য অবশ্যই সতর্ক হয়ে গাড়ি চালানো দরকার। প্রশাসনের তরফেও জরিমানা করা হয়, মানুষকে সতর্ক করার জন্যই। আসল উদ্দেশ্য প্রাণহানি রোধ করা। তাই সতর্কতার কোনও বিকল্প নেই। ট্রাফিক আইন মেনে, নির্ধারিত গতিসীমার মধ্যেই গাড়ি চালানো প্রয়োজন।

গাড়ি চালান,বিপদ,গুগল,Google Maps,Speedometer
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend