ঢাকা | রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ |
২৭ °সে
|
বাংলা কনভার্টার
walton

এই ১০ ভুলের কারনে আগুন ধরে যেতে পারে স্মার্টফোনে

এই ১০ ভুলের কারনে আগুন ধরে যেতে পারে স্মার্টফোনে
এই ১০ ভুলের কারনে আগুন ধরে যেতে পারে স্মার্টফোনে

আজকাল স্মার্টফোন ব্লাস্ট করে আগুন লেগে যাওয়ার ঘটনা প্রায়শই নজরে পড়ছে। বেশিরভাগ সময়েই ইউজারের স্মার্টফোনের ভুল ব্যবহারের কারণেই এমন দুর্ঘটনা দেখা দেয়।

আজকাল সমস্ত স্মার্টফোনেই রয়েছে হাই এমএএইচ ব্যাটারি এবং ফাস্ট চার্জের সুবিধা। খানিকটা সেই কারণেই স্মার্টফোনের সুরক্ষার উদ্দেশ্যে আরও সচেতন হওয়া প্রয়োজন। বিশেষত ব্যবহারের উদ্দেশ্যে। আজ আমরা আপনার সামনে তুলে ধরবো এমন কয়েকটি বিষয়, যেগুলি আপনি স্মার্টফোন ব্যবহার করার ক্ষেত্র থেকে বিরত থাকবেন-

ডিভাইস ড্যামেজ অবস্থাতে ব্যাবহার না করা-

সবসময়েই ডিভাইস পড়ে গিয়ে ক্র্যাক খেলে সঙ্গে সঙ্গে ব্যবহার করবেন না। প্রথমে সার্ভিস সেন্টারে নিয়ে যাবেন। কেননা ডিসপ্লে বা বডি তে জল ঢুকে গেলে ব্যাটারি তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে। এই ধরণের ফোন ব্যবহারে সমস্যা দেখা দিতে পারে।

ডুপ্লিকেট চারজারের ব্যবহার থেকে বিরত থাকা-

সবসময় নিজের স্মার্টফোনের ডুপ্লিকেট চার্জার ব্যবহারের থেকে বিরত থাকতে হবে। স্মার্টফোনের সঙ্গে যে চার্জার দেওয়া হবে তাই ব্যবহার করা উচিত বা প্রয়োজনে ঐ ব্র্যান্ডের একই চার্জার কেনা উচিত।

থার্ড পার্টি ব্যাটারি ব্যবহার থেকে বিরত থাকা-

সবসময় থার্ড পার্টি ব্যাটারির ব্যবহার থেকে বিরত থাকতে হবে। এই ধরনের ব্যাটারি ব্যবহারে মোবাইলের সেফটির ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে।

স্মার্টফোনের হিট আপ হয়ে গেলে তা ব্যবহার করবেন না-

স্মার্টফোনের হিট আপ হয়ে গেলে তা ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। চার্জ খুলে একপাশে রেখে দিতে হবে।

গাড়ির চার্জ অ্যাডাপ্টরের ব্যবহার থেকে বিরত থাকতে হবে-

গাড়িতে থাকা চার্জ অ্যাডাপ্টরের পরিবর্তে পাওয়ার ব্যাঙ্ক থেকে চার্জ দিন স্মার্টফোনে । কেননা গাড়িতে থাকা বেশিরভাগ চার্জ অ্যাডাপ্টরই হয় থার্ড পার্টির। তাই এগুলি ব্যবহার না করাই উচিত।

কখনো মোবাইল ওভারচার্জ করবেন না-

মোবাইল কখনই ওভারচার্জ করা উচিত নয়। সারারাত চার্জ দিয়ে একশো পারসেন্ট করার তেমন দরকার নেই। নব্বই পারসেন্টের পরে চার্জ খুলে দিলে ডিভাইস ভালো থাকার সম্ভাবনা বেড়ে যায়।

সূর্যের আলোর কাছাকাছি চার্জ দেবেন না-

স্মার্টফোনে চার্জ দেবার সময় সবসময় ডিভাইসকে ডিরেক্ট সানলাইট থেকে দূরে রাখবেন। যাতে হিট আপ না হয়।

স্মার্টফোনের অযাচিত প্রেশার দেবেন না, চার্জের সময়-

চার্জ হবার সময় স্মার্টফোনে এক্কেবারে অযাচিত প্রেশার দেওয়া চলবে না।

এক্সটেনশন কট দিয়ে স্মার্টফোনে চার্জ দেবেন না-

এক্সটেনশন কট দিয়ে কখনই স্মার্টফোনে চার্জ দেওয়া চলবে না।

লোকাল দোকানে ডিভাইস রিপেয়ার করবেন না-

কখনই লোকাল দোকানে স্মার্টফোন রিপেয়ার করবেন না, সবসময়েই সার্ভিস সেন্টারে যাবেন।

১০ ভুল,স্মার্টফোন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend