স্পেসএক্স ও অ্যামাজনের মতো স্যাটেলাইট ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের সাথে প্রতিযোগিতা করতে প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে বোয়িং।
মহাকাশ থেকে কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইটের মাধ্যমে পৃথিবীতে আসবে ইন্টারনেট। সেই ইন্টারনেট পরিষেবা পাবেন পৃথিবীর আবাসিক, বাণিজ্যিক, সরকারি ও পেশাদার ব্যবহারকারীরা। যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান বোয়িং করপোরেশন এমন একটি প্রকল্প নিয়ে কাজ শুরু করতে যাচ্ছে।যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন্স কমিশন বোয়িংকে স্যাটেলাইট ব্রডব্যান্ড নেটওয়ার্ক তৈরির অনুমোদন দিয়েছে।
এই অনুমোদনের মাধ্যমে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য দেশে বাড়ি, ব্যবসায় প্রতিষ্ঠান ও সরকারকে ইন্টারনেট সেবা দিতে পারবে বোয়িং। যদিও ঠিক কবে থেকে স্যাটেলাইট নেটওয়ার্ক চালু হবে বা সক্ষমতা তৈরি হবে সেটি জানায়নি বোয়িং।
স্পেসএক্সের স্টারলিংক স্যাটেলাইট নেটওয়ার্কের চেয়ে বেশি উচ্চতায় স্যাটেলাইট পরিচালনা করবে বোয়িং। স্টারলিংক ২১৫ থেকে ৩৫০ মাইল উচ্চতায় পরিচালিত হলেও বোয়িং ১৭ হাজার থেকে ২৭ হাজার ৫০০ মাইল উচ্চতায় নন-জিওস্টেশনারি অরবিট স্যাটেলাইট পরিচালনা করবে। এক্ষেত্রে ল্যাগিং বাড়লেও বাস্তবিকভাবে অভিজ্ঞতা ভিন্ন হতে পারে।
বেশ অনেক আগে থেকেই বোয়িং এই প্রকল্পটি নিয়ে কাজ করছে। ২০১৭ সালে সর্বপ্রথম স্যাটেলাইট ইন্টারনেট নেটওয়ার্ক সেবার অনুমোদনের জন্য আবেদন করে বোয়িং। ২০১৯ সালে স্পেসএক্স বোয়িংয়ের পরিকল্পনাকে সীমাবদ্ধ কিংবা একেবারেই বাতিল করার জন্য এফসিসিকে অনুরোধ করে। তবে স্পেসএক্সের সেই অনুরোধ না রক্ষা হলেও অনুমোদন পেতে বেশ বেগ পোহাতে হয়েছে বোয়িংকে।