চলতি বছরের শুরু থেকেই বন্ধ হলো স্যামসাংয়ের টাইজেন অ্যাপ স্টোর। এখন থেকে নতুন কিংবা পুরাতন কোনো ব্যবহারকারীই অ্যাপ স্টোরটির অ্যাক্সেস পাবেন না। খবর জিএসএম এরিনা।
গত বছরের জুনে স্যামসাং অ্যাপ স্টোরটিতে নতুন নিবন্ধন বন্ধ করে দেয়। শুধুমাত্র বিদ্যমান ব্যবহারকারী এবং যারা পূর্বে অ্যাপস ডাউনলোড করেছিলো তাদের জন্য স্টোরটি চালু ছিলো।
বিদায়ী বছরের ৩১ ডিসেম্বর সকলের জন্যই স্থায়ীভাবে টাইজেন অ্যাপ স্টোর বন্ধ করে দেয়া হয়। ফলে আপনি যদি স্যামসাং জেড সিরিজের স্মার্টফোন ব্যবহার করেন তাহলে এখনই অ্যান্ড্রয়েড কিংবা আইওএস ডিভাইসে সুইচ করার সময় এসেছে।
উল্লেখ্য, টাইজেন অপারেটিং সিস্টেম চালিত সর্বশেষ ফোনটি ‘স্যামসাং জেড৪’ বাজারে এসেছিলো ২০১৭ সালে।