ঢাকা | সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বাংলা কনভার্টার
walton

৫জি স্পেকট্রাম নিলাম ৩১ মার্চ

৫জি স্পেকট্রাম নিলাম ৩১ মার্চ
৫জি স্পেকট্রাম নিলাম ৩১ মার্চ

বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) আগামী ৩১মার্চ পঞ্চম প্রজন্মের (ফাইভ-জি) মোবাইলের স্পেকট্রাম নিলাম করবে।

টেলিকম অপারেটরদের নিলামের দিন থেকে পরিষেবা চালু করার জন্য ৬ মাস সময় দেওয়া হবে।

রেডিও ফ্রিকোয়েন্সি নিলাম ২০২২ এর জন্য বিটিআরসির দেওয়া নির্দেশনা অনুসারে, অপারেটরদের নিলামে অংশ নেওয়ার জন্য ১৪ মার্চের মধ্যে আবেদন করতে হবে।

কমিশন উন্মুক্ত নিলামের মাধ্যমে ২ দশমিক ৩ গিগাহার্টজ (২৩০০-২৪০০ মেগাহার্টজ) ব্যান্ড থেকে ৬ ব্লকে ৬০ মেগাহার্টজ স্পেকট্রাম এবং ২ দশমিক ৬ গিগাহার্টজ (২৫০০-২৬৯০ মেগাহার্টজ) ব্যান্ড থেকে ১২ ব্লকে ১২০ মেগাহার্টজ স্পেকট্রাম দেবে।

উভয় ব্যান্ডের জন্য প্রতি মেগাহার্টজের ভিত্তিমূল্য ৬ মিলিয়ন মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।

৫জি,স্পেকট্রাম,৩১ মার্চ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়