ঢাকা | শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ |
৩৬ °সে
|
বাংলা কনভার্টার
walton

রবির ই-সিম বিক্রিতে বিটিআরসির নিষেধাজ্ঞা

রবির ই-সিম বিক্রিতে বিটিআরসির নিষেধাজ্ঞা
রবির ই-সিম বিক্রিতে বিটিআরসির নিষেধাজ্ঞা

টেলিকম পরিষেবা প্রতিষ্ঠান রবির ই-সিম বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)। সিম বিক্রি শুরুর এক সপ্তাহের মাথায় এ নির্দেশ দিল প্রতিষ্ঠানটি।

বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার বলেন, ‘‌ই-সিম পরিষেবা চালুর আগে অনুমতি নিতে হয়। কিন্তু রবি কোনো অনুমতি না নিয়েই ই-সিম বিক্রি শুরু করেছে। যে কারণে কমিশন থেকে দ্রুত সিম বিক্রি বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।’

বিটিআরসি জানায়, কোনো পরিষেবা চালুর আগে মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের টেলিকম নিয়ন্ত্রক সংস্থার অনুমতি নিতে হয়।

গ্রামীণফোন ও বাংলালিংকের পর গত ২২ ফেব্রুয়ারি তৃতীয় প্রতিষ্ঠান হিসেবে রবি আজিয়াটা লিমিটেড ই-সিম বিক্রির ঘোষণা দেয়। ২০২২ সালের মার্চে বাংলাদেশের বাজারে গ্রামীণফোন প্রথম ই-সিম চালু করে।

পরিষেবাটি চালুর সময় প্রতিষ্ঠানটি জানিয়েছিল, এর মাধ্যমে সারা দেশের গ্রাহক দ্রুতগতির ইন্টারনেট ব্যবহার করতে পারবে। এ বিষয়ে যোগাযোগ করা হলে রবির কর্মকর্তারা জানান, পরিষেবা বন্ধের জন্য বিটিআরসির কাছ থেকে তারা কোনো চিঠি পাননি। তবে ই-সিম বাজারজাতের অনুমোদন পেতে নিয়ন্ত্রকদের সঙ্গে কিছু বিষয়ে আলোচনা চলছে বলে স্বীকার করেন। বর্তমানে দেশে ৫ কোটি ৪৬ লাখ গ্রাহক নিয়ে মোবাইল অপারেটরের তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে রবি।

রবি,ই-সিম,বিটিআরসি,নিষেধাজ্ঞা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend
Vention