টেলিযোগাযোগ সেবা ও নিয়ন্ত্রক সংস্থার কার্যক্রম সংশ্লিষ্ট বিষয়ে গণশুনানির আয়োজন করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সংশ্লিষ্ট সরকারি-আধা সরকারি-স্বায়ত্তশাসিত সংস্থা, টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, গ্রাহক, বাংলাদেশের ভোক্তা সংঘ, পেশাজীবীসহ আগ্রহী ব্যক্তিদের জন্য আগামী ৮ মে সকাল ১১টায় ঢাকায় আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে টেলিযোগাযোগ সেবা ও নিয়ন্ত্রক সংস্থার কার্যক্রম শীর্ষক গণশুনানি অনুষ্ঠিত হবে।
শনিবার বিটিআরসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, যারা সশরীরে উপস্থিত হতে পারবেন না তাদের জন্য অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে অংশ নেওয়ার ব্যবস্থা করা হবে। গণশুনানিতে অংশ নিতে ইচ্ছুক ব্যক্তিদের অনলাইন নিবন্ধন করা আবশ্যক।
টেলিযোগাযোগ সেবা ও নিয়ন্ত্রক সংস্থার কার্যক্রম সংশ্লিষ্ট বিষয়ে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠানের বক্তব্য বা প্রশ্ন বা উপদেশ আগামী ২৫ এপ্রিলের মধ্যে এই ওয়েব লিঙ্কের মাধ্যমে সংশ্লিষ্ট ফর্ম পূরণ করে নিবন্ধন করতে হবে।