ঢাকা | বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১ |
২৪ °সে
|
বাংলা কনভার্টার
walton

বিশ্বের প্রথম ৫.৫জি ফোনের স্পেয়ার পার্টসের দাম জানাল অপো

বিশ্বের প্রথম ৫.৫জি ফোনের স্পেয়ার পার্টসের দাম জানাল অপো
বিশ্বের প্রথম ৫.৫জি ফোনের স্পেয়ার পার্টসের দাম জানাল অপো

অপো সম্প্রতি চীনে Oppo Find X7 Ultra Satellite Communication Edition লঞ্চ করেছে। নাম দেখেই বোঝা যাচ্ছে, ফোনটি স্যাটেলাইট কমিউনিকেশন সাপোর্টসহ এসেছে, যা নেটওয়ার্ক নেই এমন যেকোনো জায়গা থেকে কল বা মেসেজ করতে দেবে।

তাছাড়া, এটি বিশ্বের প্রথম ৫.৫জি ফোন, অর্থাত্ এটি সাধারণ ৫জি ফোনের থেকেও দ্রুত। Oppo Find X7 Ultra-এর এই নতুন মডেলটি এখন ১০৩৬ ডলার (প্রায় ১,১৫,০০০ টাকা) মূল্যে বিক্রয়ের জন্য উপলব্ধ।

লঞ্চের পর অপো এখন ফোনটির স্পেয়ার পার্টসের দামের তালিকা প্রকাশ করেছে। চলুন দেখে নিই ফোনটির কোনো কম্পোনেন্ট খারাপ হলে, সেটি পাল্টাতে কত খরচ হবে।

Oppo Find X7 Ultra Satellite Communication Edition-এর রিপ্লেসমেন্ট পার্টসের দাম

  • ডিসপ্লে -২৩৩ ডলার। মাদারবোর্ড -৫৮০ ডলার।
  • ব্যাটারি কভার অ্যাসেম্বলি-৭৬ ডলার।
  • সেলফি ক্যামেরা-৩৭ ডলার।
  • ১-ইঞ্চির ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা-১৪৫ ডলার।
  • আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা-২৬ ডলার।
  • ৬৫ মিমি পেরিস্কোপ টেলিফটো লেন্স-৬৮ ডলার।
  • ১৩৫ মিমি পেরিস্কোপ টেলিফটো লেন্স-৪৪ ডলার।
  • ব্যাটারি-২৭ ডলার। স্পিকার-৭ ডলার।
  • ভাইব্রেশন মোটর-৭ ডলার।
  • পাওয়ার অ্যাডাপ্টার (11V 9.1A)-৩০ ডলার।
  • ডেটা কেবল-৭ ডলার।

Oppo Find X7 Ultra Satellite Communication Edition-এর প্রধান বৈশিষ্ট্য

অপো ফাইন্ড এক্স আল্ট্রা স্যাটেলাইট কমিউনিকেশন এডিশন ফোনটি ইউজারদের সর্বদা কানেক্টেড রাখতে সক্ষম। এমনকি কেউ হারিয়ে গেলে বা দূরবর্তী স্থানে সমস্যায় পড়লে, এই ফোনে স্যাটেলাইট কমিউনিকেশন ফাংশন তাকে সাহায্যের জন্য কল করতে সক্ষম করবে। এটি সেল সাইট ব্যবহার করার পরিবর্তে স্যাটেলাইটের সাথে সরাসরি যোগাযোগ করতে রেডিও ওয়েভ ব্যবহার করে কাজ করে।

এই ফোনটি ৫.৫জি (এটি ৫জি -অ্যাডভান্সড বা ৫জিএ নামেও পরিচিত) সাপোর্ট অফার করে, যা ১০ জিবি প্রতি সেকেন্ড হারে ডাউনলোড এবং ১ জিবিপিএস পর্যন্ত আপলোড স্পিড এনেবল করে। এগুলি ছাড়া, এই ফোনের অন্যান্য বৈশিষ্ট্যগুলি গত জানুয়ারিতে লঞ্চ হওয়া রেগুলার Oppo Find X7 Ultra-এর মতোই। ফোনটি অ্যান্ড্রয়েড ১৪-এর ওপর ভিত্তি করে কালার ওএস ১৪কাস্টম স্র্কিনে রান করে এবং এতে Qualcomm Snapdragon 8-এ en3 চিপসেটটি রয়েছে।

ফটোগ্রাফির জন্য, Oppo Find X7 Ultra Satellite Communication Edition-এ ডুয়েল-টেলিফটো ক্যামেরা সিস্টেম রয়েছে। দু’টি টেলিফটো সেন্সরই ৫০মেগাপিক্সেলের, তবে একটি সেন্সর ৬৫ মিমি এবং অপরটি ১৩৫ মিলি ফোকাল লেন্থ সাপোর্ট করে। এগুলি ৫০ মেগাপিক্সেলের ১-ইঞ্চি প্রাইমারি সেন্সরের সাথে যুক্ত। এছাড়াও, কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপে একটি ৫০ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর বিদ্যমান।

Oppo Find X7 Ultra Satellite Communication Edition-এর ডিসপ্লেটির ব্রাইটনেস লেভেল ম্যানুয়ালি ১৬০০ নিট পর্যন্ত যায় (ম্যানুয়াল পিক ব্রাইটনেস), সরাসরি সূর্যের আলোতে ২৬০০ নিট স্বয়ংক্রিয়ভাবে পৌঁছায় (গ্লোবাল পিক ব্রাইটনেস) এবং উজ্জ্বল আলোতে এইচডিআর কনটেন্ট দেখার মতো কিছু পরিস্থিতিতে ৪৫০০ নিট (লোকাল পিক ব্রাইটনেস) ব্রাইটনেস প্রদান করে Oppo Find X7 Ultra-এর Satellite Communication Edition-টি শুধুমাত্র ১৬ জিবি র্যাম + ১ টিবি স্টোরেজ সংস্করণে পাওয়া যায়।

৫.৫জি,স্পেয়ার পার্টস,অপো
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend