সম্প্রতি তৃতীয় প্রজন্মের (থ্রিজি) নেটওয়ার্ক পরিষেবা বন্ধ করে দিয়েছে মোবাইল নেটওয়ার্ক সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক। পরিবর্তে তারা স্পেকট্রামসহ অন্যান্য রিসোর্স ফোরজি নেটওয়ার্কে বরাদ্দ করেছে।
এক বিবৃতিতে বাংলালিংক জানায়, নেটওয়ার্ক রিসোর্স পুনঃবরাদ্দের মাধ্যমে ফোর জি সেবার মান ও গতি বাড়াবে তারা।
এ বিষয়ে বাংলালিংক সিইও এরিক অস বলেন, “ফোর জিতে আরও রিসোর্স যোগ করে আমরা গ্রাহকদের ভালো সেবা দেব।”
এদিকে, দেশের অন্যান্য অপারেটরগুলোও থ্রিজি বন্ধের পদক্ষেপ নিয়েছে বলে জানা গেছে। আরেক নেটওয়ার্ক সেবাদাতা রবি আজিয়াটাও আগামী এক মাসের মধ্যে থ্রিজি নেটওয়ার্ক বন্ধ করে দিতে যাচ্ছে।