চীনা স্মার্টফোন নির্মাতা হুয়াওয়ের সফটওয়্যার প্রধান ওয়াং চেংলু বলেছেন, হুয়াওয়ের তৈরি মোবাইল অপারেটিং সিস্টেম হারমনি গুগলের অ্যানড্রয়েড কিংবা অ্যাপলের আইওএসের কপি বা নকল না। আর চলতি বছর এই ওএস ৩০ থেকে ৪০ কোটি মোবাইলে দেয়ার চিন্তা করছে হুয়াওয়ে।
মার্কিন নিষেধাজ্ঞা ও গুগলের সঙ্গে ঝামেলার জেরে ২০১৯ সালে হুয়াওয়ে প্রথমবারের মতো নিজস্ব মোবাইল অপারেটিং সিস্টেম হারমনি আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করে। যদিও ২০১৬ সালের মে থেকেই এই প্রকল্পের কাজ শুরু হয়েছিল।
২০২০ সালের ডিসেম্বরে হারমোনি ২.০ সংস্করণ অবমুক্ত হয়। অনেকেই প্রথম দেখায় হারমনিকে ডিজাইন বা ইন্টারফেসের দিক থেকে হুয়াওয়ের আগেরকার ইএমইউআইয়ের (অ্যানড্রয়েড ভিত্তিক ওস) সঙ্গে মিলিয়ে ফেলেছেন।
ওয়াং চেংলু বলেন, “অনেকেই প্রশ্ন করেন–হারমনি অ্যানড্রয়েড কিংবা আইওএসের বিকল্ব কিনা! আসলে এটি একটি স্বতন্ত্র ও প্যানারমিক অপারেটিং সিস্টেম।
ইংরেজি শব্দ ‘হারমনি’র চীনা নাম ‘হংমেন’। তাই এটি হংমেন ওএস নামেও পরিচিত। অনেকেই নামের ভিন্নতায় এই দুটিকে পৃথক মনে করে ভুল করেন।