ঢাকা | শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১ |
২২ °সে
|
বাংলা কনভার্টার

শাওমি এম আই ১১: ২০২১ এর চমক

শাওমি এম আই ১১: ২০২১ এর চমক
শাওমি এম আই ১১: ২০২১ এর চমক

স্মার্টফোন বিশ্বে একের পর এক নতুন রেকর্ড করে যাচ্ছে শাওমি। এবার তারা লঞ্চ করতে যাচ্ছে শাওমি মি ১১। এই ফোনটির চারপাশে কার্ভ করা ডিসপ্লে, স্ন্যাপড্রাগন এর লেটেস্ট চিপসেট কোয়ালকম স্নাপড্রাগণ ৮৮৮ ,২ কে রেজুলেশনের অ্যামোলেড ডিসপ্লে এর মত সব চোখ ধাঁধানো সব ফিচার।

তাই এই ফোনের ফিচার সম্পর্কে বিস্তারিত জানতে চোখ রাখুন আজকের এই আর্টিকেলটিতে।

শুরুতেই কথা বলা যাক ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটি নিয়ে। এবারের মি ১১ এর ডিজাইন এ থাকছে বৈচিত্রের জোয়ার। এখানে রয়েছে চারপাশে কার্ভ করা ডিসপ্লে যা প্রথমবার কোন ফোনে ব্যবহার করা হয়েছে যা স্মার্টফোন বিশ্বে একটি নতুন দিগন্তের সূচনা। রেয়ার পার্টে ক্যামেরা মুড বসানো হয়েছে একটু ভিন্ন আঙ্গিকে ।অ্যালুমিনিয়াম ফ্রেমের তৈরি এই ফোনটিতে ডুয়েল সিম ব্যবহারের সুবিধা থাকছে। ওভারঅল বলা যায় ডিজাইন সেকশনে এই ফোনটি বাজিমাত করবে।

এবারে কথা বলা যাক এর ডিসপ্লে নিয়ে। এই ফোনটিতে থাকছে ৬.৮১ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে ।২ কে রেজুলেশনের এই ডিসপ্লে তে থাকছে ৫১৫ পিপিআই ডেনসিটি। তাই ডিসপ্লের কনটেন্ট গুলো খুবই সার্প হবে ।এতে থাকছে ১২০ হার্জ এর রিফ্রেশ রেট এবং এইচ ডি আর টেন প্লাস। ওভারঅল বলা যায় ডিসপ্লে সেকশনে কাঁপিয়ে দিয়েছে মি ১১।

এবারে কথা বলা যাক ফোনটির পারফরম্যান্স নিয়ে। চিপসেট হিসেবে ফোনটিতে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ যা একটি অক্টাকোর সিপিইউযার ম্যাক্সিমাম ক্লক স্পিড ২.৮ গিগা হার্জ আরজিবি হিসেবে এতে থাকবে এন্টুনু ৬৬০। স্নাপড্রাগণ ৮৮৮ খুবই পাওয়ারফুল হওয়ায় এই ফোনে পাবজি, কল অফ এর মত গেম আপনি খেলতে পারবেন । ফোনটি ৮, ১২৮ এবং ৮,২৫৬ এবং ১২,২৫৬ তিনটি ভেরিয়েন্ট এ পাওয়া যাবে।

স্মার্টফোন বিশ্বে একের পর এক নতুন রেকর্ড করে যাচ্ছে শাওমি। এবার তারা লঞ্চ করতে যাচ্ছে শাওমি মি ১১। এই ফোনটির চারপাশে কার্ভ করা ডিসপ্লে, স্ন্যাপড্রাগন এর লেটেস্ট চিপসেট কোয়ালকম স্নাপড্রাগণ ৮৮৮ ,২ কে রেজুলেশনের অ্যামোলেড ডিসপ্লে এর মত সব চোখ ধাঁধানো সব ফিচার।

এবারে কথা বলা যাক ফোনটির ক্যামেরা সেটআপ নিয়ে।

ট্রিপল ক্যামেরা সেটআপ যার প্রাইমারি সেন্সরটি হল ১০৮ মেগাপিক্সেল এর, সেকেন্ডারি তে থাকছে ১৩ মেগাপিক্সেল এর আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল এর ম্যাক্রো ক্যামেরা। ফোনটির রে আরে সর্বোচ্চ ৮ কে রেজুলেশনের ভিডিও রেকর্ড করা যাবে। আর ভিডিও স্টেপোলাইজেসন এর জন্য জাইরো ইউ আই এর সুবিধাও থাকছে। আর ফোনটির সেলফিতে থাকবে ২০ মেগাপিক্সেল এর একটি ক্যামেরা। প্রাইমারিতে ১০৮ মেগা পিক্সেল এর ক্যামেরা নিঃসন্দেহে একটি ভালো নিউজ।

এবারে কথা বলা যাক ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে। ফোনটিতে থাকছে ৪৬০০ মিলি এম্পিয়ার এর ব্যাটারি এবং ৫৫ ওয়াটের একটি সুপার ফাস্ট চার্জার। চার্জার দিয়ে দিয়ে ৪৫ মিনিটে ফুল চার্জ করা যাবে । একইসাথে ফোনটিতে থাকছে ৫০ ওয়াটের ওয়ারলেস চার্জার। তাই বলা যায় ব্যাটারি এবং চার্জার সেকশনে ভালোই করেছেন মি ১১ ।

শাওমি এম আই ১১
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend