ঢাকা | শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ |
১৭ °সে
|
বাংলা কনভার্টার
walton

বাংলালিংকের বিরুদ্ধে মাইলস’র মামলা

বাংলালিংকের বিরুদ্ধে মাইলস’র মামলা
বাংলালিংকের বিরুদ্ধে মাইলস’র মামলা

দেশের তৃতীয় বৃহত্তম মোবাইল অপারেটর বাংলালিংকের বিরুদ্ধে মামলা করেছেন জনপ্রিয় বাংলাদেশের রক ব্যান্ড মাইলসের দুই সদস্য।

রোববার ঢাকা মহানগর দায়েরা জজ আদালতে কপিরাইট আইনে মামলাটি করেন মাইলসের কণ্ঠশিল্পী হামিন আহমেদ এবং কীবোর্ডিস্ট মানাম আহমেদ।

কপিরাইট অ্যাক্ট, ২০০০ এর ৭১, ৮২ এবং ৯১ ধারার অধীনে মামলাটি করা হয়।

মামলায় বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস, চিফ কমপ্লায়েন্স অফিসার এম নুরুল আলম এবং চিফ ডিজিটাল অফিসার সঞ্জয় বাঘাসিয়াকে বিবাদী করা হয়েছে।

তবে বাংলালিংক এর ওয়েবসাইট ঘেঁটে দেখা গেছে, সেখানে চিফ কমপ্লায়েন্স অফিসার যেমন পরিবর্তন হয়েছে, তেমনি ডিজিটাল অফিসারের পোস্টই নেই।

এ বিষয়ে বাংলালিংক-এর হেড অফ কর্পোরেট কমিউনিকেশন্স অ্যান্ড সাস্টেনিবিলিটি আংকিত সুরেকা বলেন, “আইনের প্রতি শ্রদ্ধাশীল একটি কোম্পানি হিসেবে আমরা কপিরাইট নির্দেশনাসহ দেশের সকল আইন মেনে চলতে প্রতিজ্ঞাবদ্ধ। এই ব্যাপারে আমরা আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানতে পারিনি। বিস্তারিত না জেনে আমরা কোনো মন্তব্য করতে পারছি না।”

Amay Dekona ferano jabe na,বাংলালিংক,মাইলস
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend