ঢাকা | শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ |
২৮ °সে
|
বাংলা কনভার্টার
walton

এমিরেটস এয়ারলাইন্সে ট্রাভেল পাস নেয়া যাবে মোবাইল অ্যাপেই

এমিরেটস এয়ারলাইন্সে ট্রাভেল পাস নেয়া যাবে মোবাইল অ্যাপেই
মোবাইল অ্যাপসেই ট্রাভেল পাস নেয়া যাবে এমিরেটস এয়ারলাইন্স এর

এমিরেটস এয়ারলাইন, ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন ট্রাভেল পাশের পরীক্ষামূলক ব্যবহার শুরু করেছে। গত ১৫ এপ্রিল দুবাই-বার্সেলোনা রুটে পরিচালিত ইকে-১৮৫ ফ্লাইটের যাত্রীরা এটি প্রথম ব্যবহার করেন।

আইএটিএ ট্রাভেল পাশ মূলত একটি মোবাইল অ্যাপ, যা অনেকটা ডিজিটাল পাসপোর্টের মতো কাজ করবে।

করোনা মহামারিকালে প্রতিটি সরকার তার দেশে ভ্রমণের জন্য করোনা পরীক্ষা ও টিকা গ্রহণসংক্রান্ত ভিন্ন ভিন্ন শর্ত আরোপ করেছে। আইএটিএ ট্রাভেল পাশে এসব তথ্য নিয়মিতভাবে আপডেট হয়ে থাকে।

এর ফলে যাত্রীরা সহজেই এ ব্যাপারে জানতে পারবেন এবং ডিজিটাল পদ্ধতিতে এসব তথ্য সংশ্লিষ্ট বিমান সংস্থা যা কর্তৃপক্ষের সঙ্গে শেয়ার করতে সক্ষম হবেন, যা ঝামেলামুক্ত ভ্রমণ নিশ্চিত করবে।

আইএটিএ ট্রাভেল পাশে ভ্রমণ চাহিদাসংক্রান্ত একটি সমন্বিত রেজিস্ট্রি অন্তর্ভুক্ত রয়েছে।

আইএটিএ-এর ব্যবস্থাপনায় পরিচালিত এই রেজিস্ট্রি সব স্টেকহোল্ডারের মধ্যে প্রয়োজনীয় তথ্য আদান-প্রদানের প্ল্যাটফরম হিসেবে কাজ করছে। এর ফলশ্রুতিতে যাত্রীদের নিরবচ্ছিন্ন ভ্রমণও নিশ্চিত হচ্ছে।

ট্রাভেল পাস,এমিরেটস এয়ারলাইন্স
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend
Vention